মুক্ত আকাশে ডানা মেলল ৫০টি বক
উপজেলা জীববৈচিত্র্য রক্ষা কমিটির পরিবেশকর্মীরা গতকাল সোমবার বকগুলো অবমুক্ত করেন। এর আগে সোমবার ভোরে উপজেলার খুবজীপুর, কালাকান্দর ও যোগেন্দ্রনগর মাঠে অভিযান চালিয়ে বকগুলো উদ্ধার করেন গুরুদাসপুর জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক নাজমুল হাসান, পরিবেশকর্মী সাদেক হোসেন ও মনির হোসেন।