Ajker Patrika

নির্বাচনী বিরোধ নিষ্পত্তিতে ট্রাইব্যুনাল

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ১২: ৪৬
নির্বাচনী বিরোধ নিষ্পত্তিতে ট্রাইব্যুনাল

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচন সংক্রান্ত বিরোধ নিষ্পত্তিতে ট্রাইব্যুনাল ও আপিল ট্রাইব্যুনাল গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। গত রোববার ইসির আইন শাখার সিনিয়র সহকারী সচিব শাহীনুর আক্তার স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

ওই নির্বাচনে মেয়র, সংরক্ষিত আসনের কাউন্সিলর ও সাধারণ আসনের কাউন্সিলর নির্বাচন নিয়ে বিরোধ সংক্রান্ত দরখাস্ত/আপিল নির্বাচনী ট্রাইব্যুনাল ও নির্বাচনী আপিল ট্রাইব্যুনালে শুনানি করে নিষ্পত্তি করা হবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র, সংরক্ষিত আসনের কাউন্সিলর ও সাধারণ আসনের কাউন্সিলর পদের নির্বাচনী বিরোধ সংক্রান্ত দরখাস্ত/আপিল গ্রহণ, শুনানি ও নিষ্পত্তিতে যুগ্ম জেলা ও দায়রা জজের সমন্বয়ে নির্বাচনী ট্রাইব্যুনাল এবং জেলা ও দায়রা জজের সমন্বয়ে নির্বাচনী আপিল ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে।

স্থানীয় সরকার আইন অনুযায়ী, নির্বাচনের ফল গেজেটে প্রকাশের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে নির্বাচন বা নির্বাচনী কার্যক্রম বিষয়ে আপত্তি উত্থাপন ও প্রতিকার চেয়ে নির্বাচন ট্রাইব্যুনালে মামলা করা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত