বিষাক্ত মদ নয়, ৩ বন্ধুর মৃত্যু ‘ককটেল’ পানে
পাবনার চক ছাতিয়ানী মোল্লাপাড়া মহল্লায় তিন বন্ধুর মৃত্যু বিষাক্ত মদপানে নয়, ককটেল (এক ধরনের মিশ্রিত নেশা) পানে হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা বিভাগের তদন্তে ও হাসপাতালে ভর্তি অসুস্থ দুজনকে জিজ্ঞাসাবাদে এ তথ্য উঠে এসেছে।