নওগাঁ প্রতিনিধি
নওগাঁ শহরে একই স্থানে বিএনপি ও যুবলীগ-ছাত্রলীগের সমাবেশ ঘিরে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। গত সোমবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে এই আদেশ জারি করা হয়। এরপর সমাবেশ স্থগিত করেছে জেলা বিএনপি, যুবলীগ ও ছাত্রলীগ। এদিকে সমাবেশ ঘিরে নওগাঁ পৌর এলাকায় ১৪৪ ধারা জারির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বিএনপি।
গতকাল মঙ্গলবার দুপুরে নওগাঁ শহরের মল্লিকা ইন কনভেনশন সেন্টার মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ শীর্ষস্থানীয় নেতারা বক্তব্য দেন।
এ সময় গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সরকার জনগণের শক্তিকে ভয় পায় বলেই বিএনপিকে সমাবেশ আয়োজনে বাধা সৃষ্টি করছে। নওগাঁ জেলা বিএনপির ডাকা জনসমাবেশে বিপুল পরিমাণ জনগণের উপস্থিতি টের পেয়ে ১৪৪ ধারা জারি করে এ সরকার আবার প্রমাণ করল, তারা বাক্স্বাধীনতায় বিশ্বাস করে না।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে নওগাঁ শহরের নওজোয়ান মাঠে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং তাঁর বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে সমাবেশ হওয়ার কথা ছিল। কিন্তু একই সময়ে, একই স্থানে জেলা যুবলীগও সভা আহ্বান করে। এরপর জেলা বিএনপি শহরের এটিম মাঠে সমাবেশ করার সিদ্ধান্ত নেয়। সেখানে জেলা ছাত্রলীগ কর্মসূচি ঘোষণা দেয়। তার পরিপ্রেক্ষিতে প্রশাসন পুরো পৌরসভা এলাকায় ১৪৪ ধারা জারি করেছে। সরকারকে বলব, এসবের অর্থ কী, দেশবাসী সব বোঝে। বিএনপির সমাবেশে বিপুল জনসমাগমের উপস্থিতি টের পেয়ে সরকার পরিকল্পিতভাবে নাটক সৃষ্টি করে ১৪৪ ধারা জারি করেছে।
বিএনপির স্থানীয় নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘যেহেতু আজকে আমাদের সমাবেশ করার অনুমতি দেয়নি, তাই ভবিষ্যতে অনুমতি ছাড়াই এই নওগাঁয় সমাবেশ হবে। সেই ধরনের মানসিক প্রস্তুতি রাখতে হবে আপনাদের। স্থগিত হওয়া এই সমাবেশ যেকোনো সময় হতে পারে।’
সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মিজানুর রহমান মিনু, বিএনপির কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সহসাংগঠনিক সম্পাদক ওবায়দুল হক চন্দন, নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক হাফিজুর রহমান, জেলা বিএনপির সাবেক সভাপতি নজমুল হক, সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে ১৪৪ ধারা জারি হওয়ার পর জেলা যুবলীগ-ছাত্রলীগও তাঁদের কর্মসূচি স্থগিত করেছে।
এ ব্যাপারে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিমান কুমার রায় বলেন, শহরের নওজোয়ান মাঠে একটি কর্মসূচি দেওয়া হয়েছিল, কিন্তু ১৪৪ ধারা জারি করায় কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে। তবে অন্যত্র কর্মসূচি গ্রহণের পরিকল্পনা করা হচ্ছে।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েল জানান, ১৪৪ ধারাকে ঘিরে বাড়তি সতর্কতা নিয়েছে পুলিশ। পৌর এলাকায় কেউ যেন সভা-সমাবেশ করতে না পারে, সেদিকে শতভাগ নজরদারি থাকবে পুলিশের। কেউ আইন ভঙ্গ করলে ব্যবস্থা নেওয়া হবে।
নওগাঁ শহরে একই স্থানে বিএনপি ও যুবলীগ-ছাত্রলীগের সমাবেশ ঘিরে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। গত সোমবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে এই আদেশ জারি করা হয়। এরপর সমাবেশ স্থগিত করেছে জেলা বিএনপি, যুবলীগ ও ছাত্রলীগ। এদিকে সমাবেশ ঘিরে নওগাঁ পৌর এলাকায় ১৪৪ ধারা জারির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বিএনপি।
গতকাল মঙ্গলবার দুপুরে নওগাঁ শহরের মল্লিকা ইন কনভেনশন সেন্টার মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ শীর্ষস্থানীয় নেতারা বক্তব্য দেন।
এ সময় গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সরকার জনগণের শক্তিকে ভয় পায় বলেই বিএনপিকে সমাবেশ আয়োজনে বাধা সৃষ্টি করছে। নওগাঁ জেলা বিএনপির ডাকা জনসমাবেশে বিপুল পরিমাণ জনগণের উপস্থিতি টের পেয়ে ১৪৪ ধারা জারি করে এ সরকার আবার প্রমাণ করল, তারা বাক্স্বাধীনতায় বিশ্বাস করে না।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে নওগাঁ শহরের নওজোয়ান মাঠে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং তাঁর বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে সমাবেশ হওয়ার কথা ছিল। কিন্তু একই সময়ে, একই স্থানে জেলা যুবলীগও সভা আহ্বান করে। এরপর জেলা বিএনপি শহরের এটিম মাঠে সমাবেশ করার সিদ্ধান্ত নেয়। সেখানে জেলা ছাত্রলীগ কর্মসূচি ঘোষণা দেয়। তার পরিপ্রেক্ষিতে প্রশাসন পুরো পৌরসভা এলাকায় ১৪৪ ধারা জারি করেছে। সরকারকে বলব, এসবের অর্থ কী, দেশবাসী সব বোঝে। বিএনপির সমাবেশে বিপুল জনসমাগমের উপস্থিতি টের পেয়ে সরকার পরিকল্পিতভাবে নাটক সৃষ্টি করে ১৪৪ ধারা জারি করেছে।
বিএনপির স্থানীয় নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘যেহেতু আজকে আমাদের সমাবেশ করার অনুমতি দেয়নি, তাই ভবিষ্যতে অনুমতি ছাড়াই এই নওগাঁয় সমাবেশ হবে। সেই ধরনের মানসিক প্রস্তুতি রাখতে হবে আপনাদের। স্থগিত হওয়া এই সমাবেশ যেকোনো সময় হতে পারে।’
সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মিজানুর রহমান মিনু, বিএনপির কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সহসাংগঠনিক সম্পাদক ওবায়দুল হক চন্দন, নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক হাফিজুর রহমান, জেলা বিএনপির সাবেক সভাপতি নজমুল হক, সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে ১৪৪ ধারা জারি হওয়ার পর জেলা যুবলীগ-ছাত্রলীগও তাঁদের কর্মসূচি স্থগিত করেছে।
এ ব্যাপারে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিমান কুমার রায় বলেন, শহরের নওজোয়ান মাঠে একটি কর্মসূচি দেওয়া হয়েছিল, কিন্তু ১৪৪ ধারা জারি করায় কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে। তবে অন্যত্র কর্মসূচি গ্রহণের পরিকল্পনা করা হচ্ছে।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েল জানান, ১৪৪ ধারাকে ঘিরে বাড়তি সতর্কতা নিয়েছে পুলিশ। পৌর এলাকায় কেউ যেন সভা-সমাবেশ করতে না পারে, সেদিকে শতভাগ নজরদারি থাকবে পুলিশের। কেউ আইন ভঙ্গ করলে ব্যবস্থা নেওয়া হবে।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫