Ajker Patrika

চাঁপাইয়ে বজ্রপাত-আতঙ্ক

মো. তারেক রহমান, চাঁপাইনবাবগঞ্জ
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২১, ১৪: ২১
চাঁপাইয়ে বজ্রপাত-আতঙ্ক

বজ্রপাত চাঁপাইনবাবগঞ্জের বহু মানুষের প্রাণ নিয়েছে। বছরজুড়ে বজ্রপাতে ঘটেছে প্রাণহানির ঘটনা। এ বছর শিবগঞ্জে বরযাত্রীদের ওপর বজ্রপাতের ঘটনা ইতিহাস হয়ে থাকবে। এ ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৬ জন। অসুস্থ হয়েছেন আরও অন্তত ৬ জন। বজ্রপাতে স্বজন হারানো মানুষদের আর্তনাদে ভারী ছিল পরিবেশ। জেলায় মোট ৩৫ জনের মৃত্যুর ঘটনা ঘটে।

তথ্যমতে, বিদায়ী বছর চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে প্রাণহানি রেকর্ড ছাড়িয়েছে। বজ্রপাতের ফলে প্রাণ হারিয়েছে মূলত কর্মক্ষম পুরুষেরা। এর ফলে বহু পরিবার নিঃস্ব হয়ে পড়ছে। বিভিন্ন সময় বজ্রপাতে হতাহতদের মধ্যে নারী বা শিশু থাকলেও কর্মক্ষম পুরুষের সংখ্যা সবচেয়ে বেশি। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল বজ্রপাতে ১৭ বরযাত্রী মৃত্যুর ঘটনা। গেল বছরের ৪ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে বজ্রপাতে ১৬ জনের মৃত্যু হয়।

নৌকায় করে বউভাতের অনুষ্ঠানের যাওয়ার পথে এ ঘটনা ঘটে। নৌকা থেকে নামার পর বৃষ্টি শুরু হলে কয়েকজন দৌড়ে কনের বাড়ি চলে যায়। প্রায় ২০ জন ঘাটের একটি টিনের ছাউনিতে আশ্রয় নেয়। ওই টিনের ছাউনির ওপর বজ্রপাত হলে নিচে দাঁড়িয়ে থাকা ১৬ জনের মৃত্যু হয়।

১৭ সেপ্টেম্বর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একাধিক বজ্রপাতের ঘটনা ঘটে। এতে পৃথক দুটি ঘটনায় দুজনের মৃত্যু হয়।

১২ আগস্ট চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় বজ্রপাতে দুজনের মৃত্যু হয়। উপজেলার পার্বতীপুর ইউনিয়নের বড়দাদপুর ও শেরপুর এলাকায় পৃথক বজ্রপাতের ঘটনায় তারা মারা যায়।

৪ জুন আম কুড়াতে গিয়ে বজ্রপাতে মা-ছেলেসহ তিনজনের মৃত্যু হয়। এ ছাড়া ১১ মে শিবগঞ্জে বজ্রপাতে গৃহবধূসহ নিহত হয় দুজন।

২০ মে চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৩ জনের মৃত্যু হয়। শিবগঞ্জ ও নাচোল উপজেলার বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে।

২৪ মে চাঁপাইনবাবগঞ্জে পৃথক বজ্রপাতে মারা যায় ৫ জন। তারা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার, রহনপুর পৌর এলাকার, গোমস্তাপুর ইউনিয়নের ও ভোলাহাট উপজেলার হাড়িয়াবাড়ি গ্রামের বাসিন্দা।

১০ জুন চাঁপাইনবাবগঞ্জের বাবুডাইং ও নাচোলে পৃথক বজ্রপাতের ঘটনায় বাগানমালিক, শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু হয়। তাঁরা চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ও নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের বাসিন্দা।

চাঁপাইনবাবগঞ্জ জেলা ত্রাণ ও পুনর্বাসন শাখার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চন্দন কর জানান, বিদায়ী বছরে বজ্রপাতে মৃত্যু হয়েছে ৩৫ জনের। জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেককে ১৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত