Ajker Patrika

স্বপ্রণোদিত হয়ে তদন্তের নির্দেশ আদালতের

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২১, ১৩: ৪৩
স্বপ্রণোদিত হয়ে তদন্তের নির্দেশ আদালতের

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে উপজেলা প্রশাসন আয়োজিত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা মঞ্চে বজলার রশিদ সনু নামের এক বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিতের ঘটনায় স্বপ্রণোদিত হয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। গত সোমবার আমলি আদালত-শিবগঞ্জ অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হুমায়ুন কবীর ফৌজদারি কার্যবিধি অনুযায়ী বিষয়টি তদন্তে নির্দেশ দেন।

বিভিন্ন গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ‘শিবগঞ্জে সংবর্ধনা মঞ্চে বীর মুক্তিযোদ্ধা লাঞ্ছিত’ হওয়ার খবর প্রকাশিত হয়। এ ছাড়া ১৯ ডিসেম্বর শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন এবং ২৪ ডিসেম্বর জেলা শহরের সাধারণ পাঠাগারে বীর মুক্তিযোদ্ধা লাঞ্ছনার ঘটনায় অভিযুক্ত শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খানের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেন বীর মুক্তিযোদ্ধারা। এ নিয়ে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেওয়া হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আহমেদ মাহবুব উল ইসলামকে আগামী ২৪ জানুয়ারির মধ্যে এ তদন্ত শেষ করে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

তদন্তে অভিযুক্তদের শনাক্তকরণ, সাক্ষীদের জবানবন্দি, ঘটনাস্থলের খসড়া মানচিত্র এবং সূচিপত্র প্রস্তুত করতে তদন্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। যেসব পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে, সেসব পত্রিকার চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিদের সাক্ষ্য গ্রহণ করে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন আদালত।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আহমেদ মাহবুব উল ইসলাম আদালত থেকে তদন্তের নির্দেশের কপি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।

উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে উপজেলা প্রশাসন আয়োজিত ১৬ ডিসেম্বর দুপুরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা মঞ্চে শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খান বীর মুক্তিযোদ্ধা বজলার রশিদ সনুকে লাঞ্ছিত করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত