তেলাপোকা বিড়ালে অতিষ্ঠ সঙ্গে হকারের উৎপাত
দিনদিন ক্রমশ নষ্ট হচ্ছে পাবনা জেনারেল হাসপাতালের পরিবেশ। যত্রতত্র ময়লা-আবর্জনা, তেলাপোকা, বিড়ালের উৎপাতে অতিষ্ঠ রোগী ও রোগীর স্বজনেরা। এ হাসপাতালে নতুন করে যোগ হয়েছে হকারদের উৎপাত। হাসপাতালে চিকিৎসক-নার্সদের চোখের সামনে পাঁপর বিক্রি করলেও কারও যেন চোখেই পড়ে না।