ভানু বিবিকে বাড়ি করে দিচ্ছে পুনাক
বৃদ্ধা হানু ওরফে ভানু বিবির (৭০) স্বামী মারা গেছেন অনেক আগেই। বাড়ির একটা ঘরে সন্তানদের নিয়ে থাকেন তাঁর প্রতিবন্ধী ছেলে, আর ঘরের উঠোনে থাকেন ভানু বিবি। এই বয়সে ভানু বিবিকে সংসার চালাতে হয় মানুষের কাছে হাত পেতে। নতুন ঘর করার সামর্থ্য তাঁর নেই।