Ajker Patrika

ভোট চলাকালে ট্রাক, পিকআপ চলাচলে নিষেধাজ্ঞা

রাজশাহী প্রতিনিধি
আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ১১: ৩৩
ভোট চলাকালে ট্রাক, পিকআপ চলাচলে নিষেধাজ্ঞা

পুঠিয়া উপজেলার বেলপুকুরিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোট আজ বুধবার। ইউনিয়নটির ১৩টি ভোটকেন্দ্র পড়েছে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) বেলপুকুর থানা এলাকায়। এসব এলাকায় আজ ট্রাক ও পিকআপ চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে আরএমপি।

গতকাল মঙ্গলবার আরএমপির এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। এতে বলা হয়, মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে বুধবার দিবাগত রাত ১২টা পর্যন্ত বেলপুকুর থানা এলাকায় ট্রাক ও পিকআপ চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এসব এলাকায় সোমবার দিবাগত মধ্যরাত থেকে বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত মোটরসাইকেল চলাচলেও নিষেধাজ্ঞা আরোপ করেছে আরএমপি।

এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের অনুমতি সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাঁদের নির্বাচনী এজেন্ট, পরিচয়পত্র দেখানো সাপেক্ষে দেশি-বিদেশি পর্যবেক্ষকদের ক্ষেত্রে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত