রাবি ছাত্রলীগ নেতা-কর্মীর কক্ষ থেকে দেশীয় অস্ত্র জব্দ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সৈয়দ আমীর আলী হলে ছাত্রলীগ নেতা-কর্মীদের কক্ষে তল্লাশি চালিয়ে দেশীয় অস্ত্র ও বিদেশি মদের খালি বোতল জব্দ করা হয়েছে। আজ রোববার বেলা পৌনে ২টার দিকে তল্লাশি শুরু হয়। হলের সাধারণ শিক্ষার্থী, হল প্রশাসন, পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।