চাঁপাইনবাবগঞ্জে ৫ দিনের ব্যবধানে তিন স্থানে ককটেল উদ্ধার, জনমনে আতঙ্ক
চাঁপাইনবাবগঞ্জ শহরজুড়ে ছড়িয়ে পড়েছে ককটেল-আতঙ্ক। গত পাঁচ দিনের ব্যবধানে সরকারি অফিস, পৌরসভা ও বিদ্যালয় ভবন থেকে ককটেল উদ্ধারের পর এই আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কারা, কী উদ্দেশ্যে এসব ককটেল রেখে যাচ্ছে তা এখনো জানা যায়নি। এ নিয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বেড়েছে। পুলিশ বলছে, তারা ঘটনাগুলোর তদন্ত করছে।