রাবি প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পোষ্য কোটার বিরুদ্ধে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় এ পদ্ধতি বহাল রাখার প্রতিবাদে আজ বুধবার এ কর্মসূচিতে অংশ নেন তাঁরা। ‘সাধারণ শিক্ষার্থীবৃন্দ, রাজশাহী বিশ্ববিদ্যালয়’-এর ব্যানারে ক্যাম্পাসের প্যারিস রোডে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এ সময় ‘কোটা না মেধা, মেধা মেধা’; ‘সাকিব-আঞ্জুম-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’; ‘মেধাবীদের কান্না, আর না আর না’ ইত্যাদি স্লোগান দেন শিক্ষার্থীরা।
রাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাসুদ রানা বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সাধারণ সুবিধাভোগী মানুষের কাতারে নিয়ে আসতে কোটা সুবিধা দেওয়া হয়। কিন্তু বিশ্ববিদ্যালয়ের কোনো কোনো শিক্ষক-কর্মকর্তা ৯০ হাজার থেকে ১ লাখ টাকা বেতন পান। এত টাকা বেতনের লোকজন কীভাবে সুবিধাবঞ্চিত হন? কীভাবে তাঁরা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আওতায় আসেন?
কেন্দ্রীয় সমন্বয়ক গোলাম কিবরিয়া মো. মেশকাত চৌধুরী বলেন, ২৪-এর গণ-অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। এরপরও পোষ্য কোটার বিরুদ্ধে আমাদের আবার রাজপথে দাঁড়াতে হবে, এটা খুবই দুঃখজনক। এ কোটা ব্যবস্থার সম্পূর্ণ উৎখাত না করা পর্যন্ত রাজপথ ছাড়ব না।
আইন ও ভূমি প্রশাসন বিভাগের শিক্ষার্থী কামরুল হাসান বলেন, ‘প্রশাসন মনে করতে পারে—শিক্ষার্থীরা কত দিন রাজপথে থাকবে, কত দিন আর আন্দোলন করবে, একটা সময় আন্দোলন করতে করতে ওরা নিজেরাই বাড়ি ফিরে যাবে। তাহলে আমরা আপনাদের মনে করিয়ে দিতে চাই’ ৫২, ’ ৬৯, ’ ৭১, ’ ৯০ এবং সর্বশেষ’ ২৪-এর আন্দোলনের কথা। শিক্ষার্থীরা তাঁদের নৈতিক দাবি আদায় না করে কখনো রাজপথ ছাড়ে না, ছাড়বেও না।’
ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবিতে বেশ কিছু দিন থেকেই আন্দোলন করছেন শিক্ষার্থীরা। স্মারকলিপি, আমরণ অনশন, বিক্ষোভ, মানববন্ধন, লাল কার্ড প্রদর্শন ও প্রতীকী কবরের মতো কর্মসূচিও পালিত হয়েছে।
শিক্ষার্থীদের দাবির মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসন পোষ্য কোটার ব্যাপারে সিদ্ধান্ত জানাতে ২০ সদস্যের একটি পর্যালোচনা কমিটি গঠন করে। তবে ওই কমিটি শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেও কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেনি।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পোষ্য কোটার বিরুদ্ধে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় এ পদ্ধতি বহাল রাখার প্রতিবাদে আজ বুধবার এ কর্মসূচিতে অংশ নেন তাঁরা। ‘সাধারণ শিক্ষার্থীবৃন্দ, রাজশাহী বিশ্ববিদ্যালয়’-এর ব্যানারে ক্যাম্পাসের প্যারিস রোডে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এ সময় ‘কোটা না মেধা, মেধা মেধা’; ‘সাকিব-আঞ্জুম-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’; ‘মেধাবীদের কান্না, আর না আর না’ ইত্যাদি স্লোগান দেন শিক্ষার্থীরা।
রাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাসুদ রানা বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সাধারণ সুবিধাভোগী মানুষের কাতারে নিয়ে আসতে কোটা সুবিধা দেওয়া হয়। কিন্তু বিশ্ববিদ্যালয়ের কোনো কোনো শিক্ষক-কর্মকর্তা ৯০ হাজার থেকে ১ লাখ টাকা বেতন পান। এত টাকা বেতনের লোকজন কীভাবে সুবিধাবঞ্চিত হন? কীভাবে তাঁরা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আওতায় আসেন?
কেন্দ্রীয় সমন্বয়ক গোলাম কিবরিয়া মো. মেশকাত চৌধুরী বলেন, ২৪-এর গণ-অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। এরপরও পোষ্য কোটার বিরুদ্ধে আমাদের আবার রাজপথে দাঁড়াতে হবে, এটা খুবই দুঃখজনক। এ কোটা ব্যবস্থার সম্পূর্ণ উৎখাত না করা পর্যন্ত রাজপথ ছাড়ব না।
আইন ও ভূমি প্রশাসন বিভাগের শিক্ষার্থী কামরুল হাসান বলেন, ‘প্রশাসন মনে করতে পারে—শিক্ষার্থীরা কত দিন রাজপথে থাকবে, কত দিন আর আন্দোলন করবে, একটা সময় আন্দোলন করতে করতে ওরা নিজেরাই বাড়ি ফিরে যাবে। তাহলে আমরা আপনাদের মনে করিয়ে দিতে চাই’ ৫২, ’ ৬৯, ’ ৭১, ’ ৯০ এবং সর্বশেষ’ ২৪-এর আন্দোলনের কথা। শিক্ষার্থীরা তাঁদের নৈতিক দাবি আদায় না করে কখনো রাজপথ ছাড়ে না, ছাড়বেও না।’
ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবিতে বেশ কিছু দিন থেকেই আন্দোলন করছেন শিক্ষার্থীরা। স্মারকলিপি, আমরণ অনশন, বিক্ষোভ, মানববন্ধন, লাল কার্ড প্রদর্শন ও প্রতীকী কবরের মতো কর্মসূচিও পালিত হয়েছে।
শিক্ষার্থীদের দাবির মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসন পোষ্য কোটার ব্যাপারে সিদ্ধান্ত জানাতে ২০ সদস্যের একটি পর্যালোচনা কমিটি গঠন করে। তবে ওই কমিটি শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেও কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেনি।
যশোরের মনিরামপুর উপজেলার পলাশী পূর্বপাড়ার ভ্যানচালক মিজানুর রহমান জ্বর-ব্যথা নিয়ে গিয়েছিলেন পাশের বাসুদেবপুর কমিউনিটি ক্লিনিকে। সেখানে কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মিতা রাণী দত্ত রোগের কথা শুনেই তাঁকে স্থানীয় পল্লিচিকিৎসক বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পরামর্শ দেন।
১ ঘণ্টা আগেদীর্ঘদিন সংস্কার না করায় রাজধানীর জুরাইন-দয়াগঞ্জ সড়কটি বেহাল হয়ে পড়েছে। সড়কের গেন্ডারিয়া রেলস্টেশনের সামনের অংশে অসংখ্য খানাখন্দ সৃষ্টি হয়েছে। এসব খানাখন্দ কোথাও কোথাও এক থেকে দেড় ফুট পর্যন্ত গভীর। বৃষ্টির পানি জমে সেসব গর্ত পুকুরের রূপ ধারণ করেছে।
২ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর। এই নির্বাচনের মাত্র এক মাস আগে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্র রাজনীতিতে নিষেধাজ্ঞা বহাল রাখায় ক্যাম্পাসে সক্রিয় ছাত্রসংগঠনগুলোর মধ্যে বিরোধ আরও বেড়েছে।
৩ ঘণ্টা আগেরাজধানীর নিউমার্কেট এলাকার বিভিন্ন দোকান ও গুদামে অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ১০০টি ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের ব্যবহৃত কুখ্যাত ‘সামুরাই’ চাপাতি ও অন্যান্য ধারালো অস্ত্র।
৫ ঘণ্টা আগে