আমনখেতে পোকার আক্রমণ, কীটনাশকে কাজ হচ্ছে না
কুড়িগ্রামের ফুলবাড়ীতে আমন ধানের খেতে পাতা মোড়ানো রোগ, মাজরা পোকা, কারেন্ট পোকাসহ বিভিন্ন ছত্রাক রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। কৃষকেরা দফায় দফায় খেতে কীটনাশক ছিটালেও কাঙ্ক্ষিত ফল পাচ্ছেন না। এতে ধানখেত নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষক।