Ajker Patrika

বুড়িমারীতে ৯ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
বুড়িমারীতে ৯ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি

দুর্গাপূজা ও ঈদে মিলাদুন্নবী (সা.) এবং সাপ্তাহিক ছুটির কারণে টানা ৯ দিন বন্ধ থাকবে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর। এ সময় আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে। বুড়িমারী স্থলবন্দর এবং ভারতীয় চ্যাংড়াবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক ব্যবসায়ীরা এ তথ্য জানিয়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, দুর্গাপূজা উপলক্ষে আগামী ১ থেকে ৬ অক্টোবর পর্যন্ত ৬ দিন চ্যাংড়াবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ রাখবেন ভারতীয় ব্যবসায়ীরা। এদিকে শুক্রবার ও শনিবার বাংলাদেশে সাপ্তাহিক ছুটি হলেও শুল্ক স্টেশন ও স্থলবন্দর শনিবার খোলা থাকে। আগামী ৯ অক্টোবর (রোববার) ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বুড়িমারী স্থলবন্দরের বাংলাদেশের ব্যবসায়ীরা ৮ ও ৯ অক্টোবর আমদানি ও রপ্তানি বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন।

এসব কারণে বুড়িমারী স্থলবন্দর দিয়ে টানা ৯ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি। আগামী ১০ অক্টোবর থেকে আবার শুরু হবে আমদানি-রপ্তানিসংশ্লিষ্ট সব কার্যক্রম। তবে পুলিশ অভিবাসন চৌকি (ইমিগ্রেশন) খোলা থাকবে। পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে।

বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) কবির হোসেন বলেন, দুর্গাপূজা ও ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বন্দরের আমদানি-রপ্তানিসংশ্লিষ্ট সব কার্যক্রম বন্ধ থাকবে। তবে বুড়িমারী অভিবাসন চৌকি হয়ে পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের যাতায়াত চালু থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

১১ বছর বয়সেই যৌন সম্পর্ক, ১৩-তে ছয় নারীর শয্যাসঙ্গী হন এই ব্রিটিশ রাজপুত্র

যুক্তরাষ্ট্র থেকে সাড়ে ৩ বিলিয়ন ডলারের অস্ত্রক্রয় চুক্তি স্থগিত করেছে ভারত

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর ‘দমন-পীড়নে’ ২০২ শিক্ষকের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত