নারী নির্যাতন প্রতিরোধে পুলিশ সদর দপ্তরে হটলাইন চালু
নারী নির্যাতন, নারীর প্রতি আক্রমণাত্মক ভঙ্গি, কটূক্তি, ইভ টিজিং, হেনস্তা, যৌন হয়রানির বিষয়ে কার্যকরী ব্যবস্থা নিতে পুলিশ সদর দপ্তরে হটলাইন সেবা চালু করা হয়েছে। দেশের যেকোনো স্থানে এ ধরনের ঘটনা ঘটলে হটলাইন নম্বরে অভিযোগ দেওয়া যাবে।