মাঠে থেকেই নৈরাজ্যের জবাব দেব: শেখ পরশ
যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বিএনপিকে হুঁশিয়ার করে বলেছেন, ‘আজ থেকে আমরা মাঠেই থাকব। মাঠে থেকেই আপনাদের সব নৈরাজ্য, সন্ত্রাস, ষড়যন্ত্র আর হিংসার জবাব দেব। বিদেশে থেকে আপনাদের বিপথগামী করছে, জনগণকে বিভ্রান্ত করছে। তিনি যদি (তারেক রহমান) এত বড় নেতাই হয়ে থাকেন তাহলে দেশে আসুক, আমাদের মোকাবিলা