Ajker Patrika

যশোরে যুবলীগের কর্মী হত্যা মামলায় কারাগারে নেতা

চৌগাছা (যশোর) প্রতিনিধি
আপডেট : ১১ আগস্ট ২০২২, ১৫: ৩৭
যশোরে যুবলীগের কর্মী হত্যা মামলায় কারাগারে নেতা

যশোরে যুবলীগের কর্মী শরিফুল ইসলাম সোহাগ হত্যা মামলায় জেলা যুবলীগের সাধারণ সম্পাদক তৌহিদ চাকলাদার ফন্টুকে কারাগারে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে তা নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পিপি ইদ্রিস আলী।

মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৮ আগস্ট রাতে যশোর শহরের কাজীপাড়ায় নিজ বাড়ির সামনে খুন হন যুবলীগের কর্মী সোহাগ। এ ঘটনায় নিহতের ভাই ফেরদাউস হোসেন সোমরাজ আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেন।

আদালতের পিপি জানান, মামলার তদন্ত শেষে তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের তৎকালীন ওসি মারুফ আহম্মদ ২০২০ সালের ২০ জুলাই ফন্টু চাকলাদারসহ ১১ জনের নামে আদালতে চার্জশিট দাখিল করেন। এত দিন জামিন না নিলেও আজ জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন ফন্টু চাকলাদার। আদালতের বিচারক ইখতিয়ারুল ইসলাম মল্লিক আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

প্রসঙ্গত, ফন্টু চাকলাদার যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও যশোর-৭ (কেশবপুর) আসনের সংসদ সদস্য শাহিন চাকলাদারের আত্মীয়। তিনি আগামী সম্মেলনে যশোর জেলা যুবলীগের সভাপতি বা সম্পাদকের যেকোনো একটি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত