গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের গৌরনদী পৌর যুবদলের আহ্বায়ক মো. জাকির হোসেনের (৩৮) বাড়িতে শনিবার রাতে ছাত্রলীগ-যুবলীগের নেতা কর্মীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় তাঁর স্ত্রী ও শিশুকন্যাসহ চার স্বজন আহত হন। আহত যুবদল নেতাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে উপজেলার চন্দ্রহার গ্রামের এক যুবদল নেতাকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।
গৌরনদী পৌর যুবদলের আহ্বায়ক মো. জাকির হোসেন ওরফে বাচ্চু শিকদার (৩৮) অভিযোগ করে বলেন, ‘শনিবার রাত পৌনে ৮টার দিকে আমার আড়াই বছরের শিশুকন্যা জুবাইদাকে কোলে নিয়ে নিজের বসতঘরে পায়চারি করছিলাম। এ সময় উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ইমরান মিয়ার (৩০) নেতৃত্বে ১৫-২০টি মোটরসাইকেলযোগে যুবলীগ-ছাত্রলীগের ৪০-৪৫ জন সন্ত্রাসী দেশীয় ধারালো অস্ত্র, জিআই পাইপ, লোহার পাইপ, হাতুড়ি, হকিস্টিক নিয়ে আকস্মিক ঘরে প্রবেশ করে আমার ওপর হামলা চালায়।
যুবদল নেতার স্ত্রী মনি আক্তার অভিযোগ করে বলেন, ‘স্বামীকে রক্ষায় এগিয়ে গেলে আমাকেও লাঞ্ছিত করে।’
আহত যুবদল নেতা জাকিরের চাচা ও গৌরনদী পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. আবুল কালাম শিকদার (৫৮) অভিযোগ করে বলেন, ‘আমি ও জাকিরের বড় ভাই উপজেলা যুবদলের সদস্য মো. চুন্নু শিকদার (৪৫) জাকিরকে রক্ষায় এগিয়ে গেলে সন্ত্রাসীরা আমাদের দুজনকে পিটিয়ে আহত করেছে। আহত যুবদল নেতা জাকির হোসেনকে রাতেই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
অন্যদিকে বাটাজোর ইউনিয়ন যুবদলের সহসম্পাদক দুলাল হোসেন সরদার (৪০) অভিযোগ করে বলেন, আগের দিন বাটাজোর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক কালু তালুকদার ওরফে হাত কাটা কালুর নেতৃত্বে যুবলীগ ও ছাত্রলীগ ২৫-৩০ জন সন্ত্রাসী আমার চন্দ্রহার গ্রামের বাড়িতে হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা আমাকে ঘর থেকে টেনেহিঁচড়ে বের করে নিয়ে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে।
অভিযোগ সম্পর্কে জানতে চাইলে বাটাজোর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক কালু তালুকদার বলেন, ‘আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে। মাদকের একটি ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় জুনিয়ররা তাকে কয়েকটা চড়-থাপ্পড় দিয়েছে। আমি তাকে হামলা থেকে রক্ষা করে ভ্যান যোগে নিরাপদে সরিয়ে দিয়েছি।’
জানতে চাইলে গৌরনদী উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইমরান মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, এ ধরনের হামলা সম্পর্কে আমি কিছুই জানি না। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন বলেন, এ ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ দায়ের করেনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বরিশালের গৌরনদী পৌর যুবদলের আহ্বায়ক মো. জাকির হোসেনের (৩৮) বাড়িতে শনিবার রাতে ছাত্রলীগ-যুবলীগের নেতা কর্মীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় তাঁর স্ত্রী ও শিশুকন্যাসহ চার স্বজন আহত হন। আহত যুবদল নেতাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে উপজেলার চন্দ্রহার গ্রামের এক যুবদল নেতাকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।
গৌরনদী পৌর যুবদলের আহ্বায়ক মো. জাকির হোসেন ওরফে বাচ্চু শিকদার (৩৮) অভিযোগ করে বলেন, ‘শনিবার রাত পৌনে ৮টার দিকে আমার আড়াই বছরের শিশুকন্যা জুবাইদাকে কোলে নিয়ে নিজের বসতঘরে পায়চারি করছিলাম। এ সময় উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ইমরান মিয়ার (৩০) নেতৃত্বে ১৫-২০টি মোটরসাইকেলযোগে যুবলীগ-ছাত্রলীগের ৪০-৪৫ জন সন্ত্রাসী দেশীয় ধারালো অস্ত্র, জিআই পাইপ, লোহার পাইপ, হাতুড়ি, হকিস্টিক নিয়ে আকস্মিক ঘরে প্রবেশ করে আমার ওপর হামলা চালায়।
যুবদল নেতার স্ত্রী মনি আক্তার অভিযোগ করে বলেন, ‘স্বামীকে রক্ষায় এগিয়ে গেলে আমাকেও লাঞ্ছিত করে।’
আহত যুবদল নেতা জাকিরের চাচা ও গৌরনদী পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. আবুল কালাম শিকদার (৫৮) অভিযোগ করে বলেন, ‘আমি ও জাকিরের বড় ভাই উপজেলা যুবদলের সদস্য মো. চুন্নু শিকদার (৪৫) জাকিরকে রক্ষায় এগিয়ে গেলে সন্ত্রাসীরা আমাদের দুজনকে পিটিয়ে আহত করেছে। আহত যুবদল নেতা জাকির হোসেনকে রাতেই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
অন্যদিকে বাটাজোর ইউনিয়ন যুবদলের সহসম্পাদক দুলাল হোসেন সরদার (৪০) অভিযোগ করে বলেন, আগের দিন বাটাজোর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক কালু তালুকদার ওরফে হাত কাটা কালুর নেতৃত্বে যুবলীগ ও ছাত্রলীগ ২৫-৩০ জন সন্ত্রাসী আমার চন্দ্রহার গ্রামের বাড়িতে হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা আমাকে ঘর থেকে টেনেহিঁচড়ে বের করে নিয়ে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে।
অভিযোগ সম্পর্কে জানতে চাইলে বাটাজোর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক কালু তালুকদার বলেন, ‘আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে। মাদকের একটি ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় জুনিয়ররা তাকে কয়েকটা চড়-থাপ্পড় দিয়েছে। আমি তাকে হামলা থেকে রক্ষা করে ভ্যান যোগে নিরাপদে সরিয়ে দিয়েছি।’
জানতে চাইলে গৌরনদী উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইমরান মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, এ ধরনের হামলা সম্পর্কে আমি কিছুই জানি না। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন বলেন, এ ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ দায়ের করেনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ১৫ কোটি টাকা খরচ করে ব্রাহ্মণবাড়িয়া জেলা মডেল মসজিদ তৈরি করা হয়েছে। কিছু ত্রুটি-বিচ্যুতি রয়েছে। প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
২ মিনিট আগেকারাগারে থাকা সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের জামিন ও মামলার কার্যক্রম বাতিল আবেদনের শুনানিতে আইনজীবীদের মধ্যে হট্টগোল ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। আজ সোমবার বিচারপতি জাকির হোসেন ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার বেঞ্চে এ ঘটনা ঘটে। পরে আদালত এই বিষয়ে শুনানির জন্য আগামী ১৭ আগস্ট দিন...
৯ মিনিট আগেরাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে মাদক কারবারিদের সংঘর্ষে শাহ আলম (২০) এক তরুণ নিহত হওয়ার পর পুরো এলাকা ঘিরে অভিযান চালিয়েছে যৌথবাহিনী। এতে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে দুপুরে পুলিশ দুজনকে গ্রেপ্তার করে। তাদের মোহাম্মদপুর থানা হেফাজতে রাখা হয়েছে।
১১ মিনিট আগেমিয়ানমারের রাখাইনের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির এক বাংলাদেশি সদস্য পালিয়ে দেশে চলে এসেছেন। আজ সোমবার সকালে কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে আত্মসমর্পণ করেন তিনি।
১২ মিনিট আগে