রেলগেটের যানজটে দুর্ভোগ উড়াল সড়ক চান স্থানীয়রা
চুয়াডাঙ্গায় সড়কের ওপর থাকা বিভিন্ন রেলগেটের যানজটে চরম দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের। এর মধ্যে শহরের চুয়াডাঙ্গা রেলগেট নামে পরিচিত গেটে যানজটের সমস্যা তীব্র। স্থানীয় বাসিন্দাদের দাবি, দ্রুত উড়াল সড়ক নির্মাণের মাধ্যমে এই সমস্যা সমাধান করা হোক।