কক্সবাজার এক্সপ্রেসে যাত্রীসেবায় ৫০ ‘ট্রেন বালা’
১ ডিসেম্বর থেকে চালু হওয়া ঢাকা-কক্সবাজার রুটের কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে ৫০ নারী স্টুয়ার্ড সেবা দিচ্ছেন। রেলওয়ে জানায়, পর্যায়ক্রমে সুবর্ণ, সোনার বাংলা, তূর্ণার মতো আন্তনগর ট্রেনে নারী সেবক নিয়োগ দেওয়া হবে। যাত্রীরা বলছেন, এখন বিমানের মতো ট্রেনেও সেবা পাওয়া যাচ্ছে।