মাঝ আকাশে খুলে গেল বিমানের দরজা, অতঃপর...
উড্ডয়নের পরপরই কয়েক মিনিটের মাথায় বিমানটির দরজা হঠাৎ করে খুলে যায়। যাত্রীদের মধ্যে দেখা দেয় আতঙ্ক। অবশ্য এক যাত্রী সাহস করে সেই খুলে যাওয়া দরজার ভিডিও করেছেন। সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরালও হয়। ভিডিও থেকে দেখা যায়, বিমানের মাঝ বরাবর যাত্রীদের ওঠানামার জন্য যে দরজাটি ছিল, তা হঠাৎ করে খুলে য