এবার ধরে এনে টিকা
যশোরের চৌগাছায় এখনো যাঁরা করোনার টিকা নেননি, তাঁদের বাড়ি থেকে ধরে এনে টিকা দেওয়ার কার্যক্রম হাতে নিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। আজ মঙ্গলবার থেকে ওয়ার্ড পর্যায়ে এই কর্মসূচি শুরু হচ্ছে। উপজেলার পাতিবিলা ও জগদীশপুর ইউনিয়ন পরিষদের ১৮টি ওয়ার্ডে গণটিকা দেওয়ার মাধ্যমে এ অভিযান শুরু হচ্ছে।