আদা-রসুনবাটা ভালো রাখতে
যেসব খাবার রান্নায় আদাবাটা লাগে, তাতে রসুনবাটাও লাগে। তাই অনেকে আদা-রসুন একসঙ্গে বেটে ঢাকনাওয়ালা বাটিতে ভরে ফ্রিজে রাখেন। কিন্তু অনেক সময় আদা-রসুনবাটা বেশ কিছুদিন রাখার পর ঘ্রাণ নষ্ট হয়ে যায় এবং অনেক সময় একটু পিচ্ছিলও হয়ে যায়। আদা-রসুনবাটা অনেক দিন ভালো রাখার সহজ উপায় রয়েছে।