Ajker Patrika

যত্নে রাখুন মাইক্রোওয়েভ ওভেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২২, ১১: ১৭
যত্নে রাখুন মাইক্রোওয়েভ ওভেন

দ্রুত খাবার গরম করার জন্য মাইক্রোওয়েভ ওভেনের জুড়ি নেই। ঝটপট রান্নার জন্যও এটি ব্যবহৃত হয়। ঘরে থাকা এ যন্ত্রটি ভালো রাখতে কিছু বিষয় জেনে রাখুন।

  • মাইক্রোওয়েভ ওভেন ভালো রাখতে সব সময় পরিষ্কার সুতি কাপড় দিয়ে মুছে নিন। ওভেনের বাইরের দিকটাও পরিষ্কার কাপড় দিয়ে মুছতে হবে।
  • প্রয়োজনে সাবান পানিতে স্পঞ্জ ডুবিয়ে পানি ঝরিয়ে মাইক্রোওয়েভ ওভেনটি ভালো করে মুছে নিন। এতে জমে থাকা তেল, চর্বি ও দাগ দূর হয়ে যাবে।
  • না জেনে যেকোনো বাটি ওভেনে দেওয়া যাবে না। ওভেনপ্রুফ বাটি ব্যবহার করতে হবে। পাইরেক্সের বাটি ও গোল কাচের বাটিতে খাবার গরম করা যাবে। তবে প্লাস্টিকের বাটি ব্যবহার করার আগে দেখে নিতে হবে সেটি ওভেনপ্রুফ কি না।
  • অ্যালুমিনিয়াম ফয়েলে মোড়ানো খাবার ওভেনে ঢোকাবেন না। এতে আগুন লেগে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে।
  • খাবার থেকে বিভিন্ন গন্ধ ওভেনে ছড়িয়ে যায়। দুর্গন্ধ দূর করতে একটি পাত্রে পানি ও লেবুর খোসা নিয়ে কয়েক মিনিট গরম করুন। লেবুর খোসা থেকে ছড়ানো ঘ্রাণে দুর্গন্ধ দূর হবে।
  • বাইরে যদি অনেক ঝড়-বৃষ্টি হয়, তাহলে ওভেন একদমই ব্যবহার করবেন না। এ সময় ভোল্টেজ কম কিংবা বেশি থাকে। এ সময় মাইক্রোওয়েভ ব্যবহার করলে এর ক্ষতি হতে পারে।
  • খাবার বা রান্নার কাজ না থাকলে খালি মাইক্রোওয়েভ ওভেন চালু করবেন না। ওভেন ভালো রাখতে প্লাগ পয়েন্ট থেকে প্লাগ খুলে রাখুন।
  • বছরে অন্তত একবার মেকানিক ডেকে মাইক্রোওয়েভটির অবস্থা চেক করান। প্রয়োজনে যে কোম্পানির মাইক্রোওয়েভ কিনেছেন, সেই কোম্পানির লোক ডাকতে পারেন।

সূত্র: পটেনটাস

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত