টেবিল রানার
খাবার টেবিলের সৌন্দর্য অনেকাংশে বাড়িয়ে তোলে রানার। জামদানি, কাতান, সুতি, সিল্ক, বাঁশের চিক, পাট, উল ইত্যাদি বিভিন্ন উপাদানে তৈরি রানার বাজারে পাওয়া যায়। রানারে বিভিন্ন ফুলেল নকশা, জ্যামিতিক নকশা, এমব্রয়ডারির কাজ ইত্যাদি থাকে। কাঁথা সেলাইয়ের রানারও কেনেন অনেকে।