Ajker Patrika

গাছের যত্নে ৫ ভুল নয়

ফারিয়া এজাজ
গাছের যত্নে ৫ ভুল নয়

আজকাল ঘরে ঘরে ছাদকৃষির খুব চল দেখা যাচ্ছে। সেই সঙ্গে জায়গা ও সুযোগ বুঝে অনেকে ঘরের ভেতরে নানা জায়গায় কিংবা বারান্দায় গাছ রাখছেন। গাছগুলো ভালো রাখতে চাই বিশেষ যত্নআত্তি। আবার যত্ন নিতে গিয়েও অনেকে না জেনেই বিভিন্ন ভুল করে বসেন। জানা থাকলে ভুলগুলো এড়িয়ে যেতে পারবেন সহজেই। 

বেশি আলো বেশি ছায়া 
অতিরিক্ত সূর্যের আলো আবার একেবারেই ঘরের ভেতরের ছায়ার মধ্যে থাকা দুটোই গাছের জন্য ক্ষতিকর। সারা দিন ঘরের ভেতর গাছগুলো রাখা থাকলে সকালের নরম রোদে তিন থেকে চার ঘণ্টা রেখে দিন। এতে গাছগুলো সব সময় থাকবে প্রাণবন্ত এবং বেড়েও উঠবে সঠিকভাবে।

অতিরিক্ত পানি দেওয়া
একদম সকাল সকাল গাছে পানি দেওয়া ভালো। কোন গাছে কতটুকু পানি দিতে হবে তা গাছের যত্ন নেওয়ার আগে জেনে নিন। আবার কড়া রোদে গাছে পানি দিলে পাতা শুকিয়ে যেতে পারে। এ বিষয়গুলো লক্ষ রাখা জরুরি। 

ছবি: আজকের পত্রিকাছোট টব বা কনটেইনার ব্যবহার
আঁটসাঁট করে টবে বা কনটেইনারে গাছ লাগানো থেকে বিরত থাকুন। এতে গাছ মরে যেতে পারে। বড় টবে গাছ রাখলে গাছের শিকড়গুলো প্রয়োজনমতো বাড়তে পারে, মাটিকে অধিক পরিমাণে পানি ধরে রাখার ক্ষমতা বাড়ায় এবং গাছে পর্যাপ্ত পুষ্টির জোগান দিতে সাহায্য করে।

ঘন ঘন গাছের টব বদলানো
একবার গাছ লাগিয়ে ফেললে সেই টব যেন আর পরিবর্তন করতে না হয়, সেদিকে খেয়াল রাখবেন। কারণ বারবার টব বদলালে গাছের শিকড়গুলো ভালোভাবে বেড়ে উঠতে পারে না। তাই গাছের বেড়ে ওঠা এমনকি বেঁচে থাকা নিয়েও সমস্যা হয়। গাছ লাগানোর সময় জেনে নিন যে গাছটি ঠিক কতটা বড় হতে পারে। সেই আন্দাজ করে টবের আকার নির্ধারণ করুন।

অতিরিক্ত সার ব্যবহার করা
সার গাছের জন্য ভালো এবং এর ব্যবহারে গাছ পুষ্টি পেয়ে বেড়ে ওঠে। তবে আগে দেখে নিতে হবে, গাছের স্বাভাবিক বৃদ্ধি ঠিক আছে কি না। গাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হলে তবেই গাছে সার ব্যবহার করবেন। নয়তো অপ্রয়োজনে অতিরিক্ত সার ব্যবহার করলে হিতে বিপরীত হয়ে গাছ মরেও যেতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কাশ্মীরের চিকিৎসক জঙ্গি সংগঠন জইশের সদস্য, হরিয়ানায় তাঁর বাসায় মিলল ৩ টন বিস্ফোরক

দিল্লি বিস্ফোরণের কয়েক ঘণ্টা আগে হরিয়ানায় ৩ টন বিস্ফোরক উদ্ধার, কিসের ইঙ্গিত

ছিন্নভিন্ন শরীর, হাত পড়ে আছে রাস্তায়—প্রত্যক্ষদর্শীর বর্ণনায় দিল্লি বিস্ফোরণের বীভৎসতা

রাজধানীর সাত এলাকায় ১২ ককটেল বিস্ফোরণ, তিন গাড়িতে আগুন

দিল্লিতে ভয়াবহ গাড়ি বিস্ফোরণে নিহত ১৩, বহু আহত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ