Ajker Patrika

টেবিল রানার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৬ এপ্রিল ২০২২, ১৩: ০৬
টেবিল রানার

খাবার টেবিলের সৌন্দর্য অনেকাংশে বাড়িয়ে তোলে রানার। জামদানি, কাতান, সুতি, সিল্ক, বাঁশের চিক, পাট, উল ইত্যাদি বিভিন্ন উপাদানে তৈরি রানার বাজারে পাওয়া যায়। রানারে বিভিন্ন ফুলেল নকশা, জ্যামিতিক নকশা, এমব্রয়ডারির কাজ ইত্যাদি থাকে। কাঁথা সেলাইয়ের রানারও কেনেন অনেকে। সুন্দর ও আকর্ষণীয় সব ধরনের রানার কেবল খাবার টেবিলে নয়, ছোট ক্যাবিনেট, বড় বাক্স, ট্রাঙ্ক কিংবা সেন্টার টেবিলেও বিছানো যায়। এতে ঘরে আসে নতুনত্ব। রানারের সৌন্দর্য ধরে রাখতে এবং বেশি দিন ভালো রাখতে এর সঠিক যত্ন নিতে হবে।

  • রোজ রানার ব্যবহার করলে দিনে একবার সেটি ঝেড়ে-মুছে পরিষ্কার করে নিন। এতে আলগা ধুলাবালি ও ময়লা দূর হয়ে যাবে।
  • রানারে তেল-ঝোল ও খাবার পড়লে ভেজা সুতি কাপড় দিয়ে ভালো করে মুছে নিন।
  • রানারের ওপর সরাসরি গরম পাত্র রাখবেন না। রানারে ব্যবহৃত উপাদানের ক্ষতি হতে পারে।
  • ব্যবহার করতে করতে রানার ময়লা হলে সাবান-পানিতে ধুয়ে ভালো করে রোদে শুকিয়ে নিতে হবে। তবে কাতান, জামদানি ও সিল্কের রানার খুব বেশি ধোয়া যাবে না। তাতে সৌন্দর্য নষ্ট হয়ে যাবে।
  • কাপড়ের রানার ধোয়ার পর ইস্তিরি করে নিতে হবে। সে ক্ষেত্রে কাপড়ের ধরন বুঝে তাপমাত্রা কমাতে ও বাড়াতে হবে। নয়তো কাপড় কুঁচকে যেতে পারে, পুড়ে যেতে পারে কিংবা অন্যান্য ক্ষতি হতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত