বৃষ্টির অভাবে ধানে চিটা
মৌলভীবাজারের কাওয়াদীঘি, হাকালুকি ও হাইল হাওরের কৃষকদের স্বপ্ন ভেঙেছে আগাম জাতের ব্রি-২৮ ধান চাষে। বৃষ্টি না হওয়ায় অতিরিক্ত তাপে ধান চিটা হয়ে গেছে। ব্লাস্ট রোগেও সংক্রমিত হয়েছে। আগাম জাতের ধান কাটা শুরু হয়েছে। প্রতি বিঘায় ১৫ থেকে ১৮ মণ ধান পাওয়ার সম্ভাবনা থাকলেও মিলছে ৩ থেকে ৫ মণ করে।