Ajker Patrika

রাজনগরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি 
আপডেট : ০৩ এপ্রিল ২০২২, ১৬: ০২
রাজনগরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় প্রাইভেট কার ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাইভেট কারের চালক মো. জাকির হোসেন (৪৫) নামে একজন নিহত হয়েছেন। রোববার মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ সড়কের চৌধুরীবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় আরও তিনজন আহত হন। 

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মো. জাকির হোসেন জেলার কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের ঘোরামার এলাকার আব্দুর রশীদের ছেলে। আর আহতরা হলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জৈন্তাপুর কার্যালয়ের ড্রাইভার আব্দুল আহাদ (৪৫), যাত্রী সিরাজুন নাহার (৭৫) ও ডা. মো. কাইয়ূম (৭৫)। 

রাজনগর থানার উপপরিদর্শক (এসআই) মো. রবিউল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, হাউজিং স্টেট শ্রীমঙ্গল থেকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গাড়ি সিলেটে যাওয়ার পথে চৌধুরী বাজার এলাকায় মৌলভীবাজারগামী প্রাইভেট কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান এবং তিনজন আহত হন। পরে আহতদের মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। নিহত জাকির হোসেনের মরদেহ উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গাড়ি দুটি থানায় রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত