রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের রাজনগর বাজারের আব্দুল মতিন খান (৬০) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে নিজ বাড়ির পুকুর পাড়ের একটি গাছের সঙ্গে বাধা অবস্থায় তাঁর মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে খবর দেওয়া হলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
নিহত ব্যবসায়ী আব্দুল মতিন খান উপজেলার রাজনগর ইউনিয়নের পার্শ্বিপাড়া গ্রামের মৃত মনু খানের ছেলে। তিনি রাজনগর বাজারের এস এম এন্টারপ্রাইজের মালিক।
এলাকাবাসীরা বলছে, শনিবার সকালে পার্শ্ববর্তী বাড়ির লোকজন দূর থেকে তাঁরই বাড়ির পাশের পুকুরের দক্ষিণ-পশ্চিম কোণে মতিন খানকে বসা অবস্থায় দেখতে পায়। পরে কাছে গিয়ে দেখা যায় তাঁর হাঁটু গেড়ে বসা ও বাম হাত গাছের সঙ্গে জড়িয়ে রাখা এবং গলায় লাইলনের রশি লাগানো অবস্থায় ছোট একটি বট গাছের সঙ্গে আব্দুল মতিন খানের মরদেহ বাঁধা রয়েছে। এ সময় তাঁর পাশেই জুতো, ব্যবহৃত ব্যাগ, মোবাইল ফোন ও মাস্ক পড়ে ছিল। পরে এলাকার মানুষের মধ্যে দ্রুত এ বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হয়ে রাজনগর থানায় খবর দেয়। খবর পেয়ে রাজনগর থানার পুলিশ, মৌলভীবাজারের সিআইডি ও পিবিআইয়ের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মৃতদেহের সুরতহাল ও আলামত সংগ্রহ করে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠায় তাঁরা।
নিহতের ভাই মুজিবুর রহমান খান বলেন, ‘নিহত আব্দুল মতিন খান সিলেট বসবাস করতেন। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টায় মোবাইল ফোনে কল করে রাজনগর বাজারের বাসায় আমাকে দেখা করতে বলেন। আমি বাসায় গিয়ে দেখা করার পর আমাকে ঘর ভাড়ার টাকা দেন। তখন জানতে চাই বাড়িতে যাবেন কিনা, তিনি জানান, সিলেটের বাসায় চলে যাবেন। কীভাবে সিলেট যাবেন জানতে চাইলে বলেন, আমার গাড়ি আছে গাড়ি দিয়ে চলে যাব। সকালে পুকুর পাড়ে অনেক লোক জড়ো দেখতে পেয়ে এসে দেখি আমার ভাইয়ের মৃতদেহ গাছের সাথে বাঁধা রয়েছে।’
নিহতের ছোট ভাই মসুদ আহমদ খান বলেন, ‘আব্দুল মতিন খান আমাদের চার ভাইয়ের মধ্যে সবার বড়। তিনি রাজনগর বাজারের ব্যবসা প্রতিষ্ঠানের পাশের বাসায় এবং সিলেট বাসায় থাকতেন। আজ সকালে আমাদের পাশের বাড়ির ছয়ফুল মিয়া আমার ভাইয়ের লাশ দেখতে পেয়ে সোহেলকে খবর দেয়। এখানে (পুকুর পাড়ে) মানুষ সমাগম দেখে আমার স্ত্রী আমাকে দেখতে বলে, আমি এসে দেখি আমার ভাইয়ের লাশ গাছের সাথে বাঁধা। আমার ভাইকে হত্যা করা হয়েছে। তাঁর টাকা পয়সার লেনদেন থেকে আগেও তাঁর ওপর হামলা করা হয়েছিল।’
এ বিষয়ে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, ‘সকাল ৯টার সময় আমরা খবর পাই পার্শ্বিপাড়া গ্রামে গাছের সাথে একটা মরদেহ বাঁধা। খবর পেয়ে পিবিআই, সিআইডি ও রাজনগর থানার ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হই। মুত্যুর ব্যাপারে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’
মৌলভীবাজারের রাজনগর বাজারের আব্দুল মতিন খান (৬০) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে নিজ বাড়ির পুকুর পাড়ের একটি গাছের সঙ্গে বাধা অবস্থায় তাঁর মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে খবর দেওয়া হলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
নিহত ব্যবসায়ী আব্দুল মতিন খান উপজেলার রাজনগর ইউনিয়নের পার্শ্বিপাড়া গ্রামের মৃত মনু খানের ছেলে। তিনি রাজনগর বাজারের এস এম এন্টারপ্রাইজের মালিক।
এলাকাবাসীরা বলছে, শনিবার সকালে পার্শ্ববর্তী বাড়ির লোকজন দূর থেকে তাঁরই বাড়ির পাশের পুকুরের দক্ষিণ-পশ্চিম কোণে মতিন খানকে বসা অবস্থায় দেখতে পায়। পরে কাছে গিয়ে দেখা যায় তাঁর হাঁটু গেড়ে বসা ও বাম হাত গাছের সঙ্গে জড়িয়ে রাখা এবং গলায় লাইলনের রশি লাগানো অবস্থায় ছোট একটি বট গাছের সঙ্গে আব্দুল মতিন খানের মরদেহ বাঁধা রয়েছে। এ সময় তাঁর পাশেই জুতো, ব্যবহৃত ব্যাগ, মোবাইল ফোন ও মাস্ক পড়ে ছিল। পরে এলাকার মানুষের মধ্যে দ্রুত এ বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হয়ে রাজনগর থানায় খবর দেয়। খবর পেয়ে রাজনগর থানার পুলিশ, মৌলভীবাজারের সিআইডি ও পিবিআইয়ের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মৃতদেহের সুরতহাল ও আলামত সংগ্রহ করে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠায় তাঁরা।
নিহতের ভাই মুজিবুর রহমান খান বলেন, ‘নিহত আব্দুল মতিন খান সিলেট বসবাস করতেন। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টায় মোবাইল ফোনে কল করে রাজনগর বাজারের বাসায় আমাকে দেখা করতে বলেন। আমি বাসায় গিয়ে দেখা করার পর আমাকে ঘর ভাড়ার টাকা দেন। তখন জানতে চাই বাড়িতে যাবেন কিনা, তিনি জানান, সিলেটের বাসায় চলে যাবেন। কীভাবে সিলেট যাবেন জানতে চাইলে বলেন, আমার গাড়ি আছে গাড়ি দিয়ে চলে যাব। সকালে পুকুর পাড়ে অনেক লোক জড়ো দেখতে পেয়ে এসে দেখি আমার ভাইয়ের মৃতদেহ গাছের সাথে বাঁধা রয়েছে।’
নিহতের ছোট ভাই মসুদ আহমদ খান বলেন, ‘আব্দুল মতিন খান আমাদের চার ভাইয়ের মধ্যে সবার বড়। তিনি রাজনগর বাজারের ব্যবসা প্রতিষ্ঠানের পাশের বাসায় এবং সিলেট বাসায় থাকতেন। আজ সকালে আমাদের পাশের বাড়ির ছয়ফুল মিয়া আমার ভাইয়ের লাশ দেখতে পেয়ে সোহেলকে খবর দেয়। এখানে (পুকুর পাড়ে) মানুষ সমাগম দেখে আমার স্ত্রী আমাকে দেখতে বলে, আমি এসে দেখি আমার ভাইয়ের লাশ গাছের সাথে বাঁধা। আমার ভাইকে হত্যা করা হয়েছে। তাঁর টাকা পয়সার লেনদেন থেকে আগেও তাঁর ওপর হামলা করা হয়েছিল।’
এ বিষয়ে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, ‘সকাল ৯টার সময় আমরা খবর পাই পার্শ্বিপাড়া গ্রামে গাছের সাথে একটা মরদেহ বাঁধা। খবর পেয়ে পিবিআই, সিআইডি ও রাজনগর থানার ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হই। মুত্যুর ব্যাপারে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’
সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার ৬৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ৯৭২ জন ও অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ৬৯৩ জন। আজ সোমবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।
১২ ঘণ্টা আগেরাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
২৫ দিন আগেরাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
১৫ এপ্রিল ২০২৫ক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
১৪ এপ্রিল ২০২৫