মোবাইল ফোন পানিতে ভিজে গেলে
মোবাইল ফোন বেশি ভিজে গেলে ভেতরে থাকা পানি দ্রুত বের করতে হবে। পানিতে পড়লে বা ভিজে গেলে প্রথমেই মোবাইল ফোনটি বন্ধ করতে হবে। এমনকি এর সুরক্ষা কেস, সিম কার্ড, ব্যাটারি এবং মাইক্রো-এসডি কার্ড খুলে ফেলতে হবে। কোনোভাবেই মোবাইল ফোনে ঝাঁকি দেওয়া যাবে না।