Ajker Patrika

মোবাইল ফোন হ্যাক বুঝুন ব্যাটারি দেখে

ফিচার ডেস্ক
মোবাইল ফোন হ্যাক বুঝুন ব্যাটারি দেখে

মোবাইল ফোন হ্যাক বিষয়ে অনেক সিনেমা আছে। এসব দেখে মনে হয়, এগুলো বুঝি সিনেমার পর্দাতেই ঘটে। কিন্তু বাস্তবতা হলো, প্রযুক্তির উন্নয়নের পাশাপাশি হ্যাকিং এখন স্বাভাবিক ঘটনা। নিয়মিত বিভিন্ন অ্যাপ ব্যবহারে অসতর্কতার কারণে এমনটা ঘটতে পারে।

হ্যাকিং বোঝার বিভিন্ন উপায় আছে। ব্যাটারির অবস্থা দেখেও বোঝা যাবে, আপনার মোবাইল ফোনে হ্যাকারের নজর পড়েছে কি না। 

ঘন ঘন চার্জ দেওয়ার পরও ব্যাটারি আগের চেয়ে দ্রুত ফুরিয়ে যাচ্ছে? তাহলে ব্যাটারির সমস্যার কথা ভাবার সঙ্গে এবার থেকে হ্যাকিংয়ের আশঙ্কার কথাও ভাবুন। পরীক্ষা করে দেখুন, মোবাইল ফোনটিতে ম্যালওয়্যার ঘাপটি মেরে আছে কি না।

নিয়মিত মোবাইল ফোনে গেম খেললে বা ভিডিও দেখলে সেটি গরম হওয়া সাধারণ বিষয়। কিন্তু সেটি ব্যবহার না করলেও যদি ব্যাটারি গরম হয়ে যায়, তাহলে মোবাইল ফোন হ্যাকারের কবলে থাকার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাবে না। আবার অনেক সময় দেখবেন, মোবাইল ফোনটি অদ্ভুত কাজ করছে। এমন অভিজ্ঞতা হলে বুঝতে হবে ব্যাকগ্রাউন্ডে যা প্রসেস হচ্ছে, তা খুব সম্ভবত কোনো ম্যালওয়্যার। 

এসব থেকে দূরে থাকতে মোবাইল ফোনে অপ্রয়োজনীয় বা অননুমোদিত অ্যাপ ইনস্টল করা থেকে বিরত থাকুন। এ ছাড়া অনুমোদনহীন ওয়েবসাইট ব্যবহার করবেন না। প্রযুক্তি ব্যবহারের সঙ্গে এ বিষয়ে সতর্কতাও জরুরি। এতে হ্যাকিংয়ের কবল থেকে বাঁচা সম্ভব। 

সূত্র: হিন্দুস্তান টাইমস

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত