Ajker Patrika

স্প্যাম কল থেকে সুরক্ষিত থাকবেন যেভাবে

স্প্যাম কল থেকে সুরক্ষিত থাকবেন যেভাবে

মোবাইল ফোনে কল করে আর্থিকসহ বিভিন্ন তথ্য হাতিয়ে নেওয়ার ঘটনা নতুন নয়। কিন্তু এখন সাইবার অপরাধীরা নতুন নতুন প্রযুক্তির সুবিধা নিচ্ছে। কিছু বিষয় জানা থাকলে এ ধরনের সমস্যা থেকে সুরক্ষিত থাকা যায়।

স্প্যাম-ফিল্টারিং অ্যাপ ব্যবহার করুন
স্প্যাম কল থেকে রক্ষা পেতে তৃতীয় পক্ষের স্প্যাম ফিল্টারিং অ্যাপ ব্যবহার করতে পারেন। এতে বেশির ভাগ স্প্যাম কলার শনাক্ত করা সম্ভব। এই থার্ড পার্টি স্প্যাম ফিল্টারিং অ্যাপ্লিকেশনগুলোতে পরিচিত এবং রিপোর্ট করা স্প্যাম নম্বরগুলোর একটি ডেটাবেস রয়েছে। কিছু অ্যাপ ক্রমাগত তাদের ডেটাবেস আপডেট করে। ফলে নতুন স্প্যাম নম্বর শনাক্ত করা সহজ হয়। এই ধরনের অ্যাপ স্প্যামের শিকার হওয়া এড়াতে সাহায্য করবে। এগুলোর মধ্যে আছে স্প্যাম কল ব্লকার, ব্লক-স্প্যাম, ভেরিজন কল ফিল্টার, রোবোকিলার ইত্যাদি।

স্প্যাম-ব্লকিং পরিষেবা নিন
কিছু মোবাইল ফোন সেবাদানকারী প্রতিষ্ঠান স্প্যাম-ব্লকিং পরিষেবা দেয়। তাদের সঙ্গে যোগাযোগ করে সেসব সেবা নিতে পারেন। যদিও এসব সেবা স্প্যাম কল ঠেকাবে না, তবে এটি নিরাপত্তার একটি অতিরিক্ত স্তর নিশ্চিত করবে। তাতে আপনি কিছুটা হলেও ক্ষতির হাত থেকে বাঁচবেন।

ভালো হয় অপরিচিত নম্বর থেকে আস কল না ধরা। পরিচিত কেউ অপরিচিত নম্বর থেকে কল করতে পারে। সে ক্ষেত্রে আপনি কল না ধরলে তিনি আপনার জন্য অন্তত একটি মেসেজ পাঠাবেন। সে রকম হলে ফিরতি কল করুন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত