বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজসহ স্বাস্থ্য খাতের অনিয়ম, হয়রানি, অব্যবস্থাপনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে ছাত্র-জনতার উদ্যোগে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর থেকে শুরু হয়ে মিছিলটি সদর রোডে অশ্বিনী কুমার টাউন হলে গিয়ে শেষ হয়।
বর্তমানে দেশের মেডিকেল শিক্ষার্থীদের প্রায় অর্ধেকই (৪২%) ভর্তি হচ্ছে সরকারি কলেজগুলোতে। অথচ বিদ্যমান ৩৭টি সরকারি মেডিকেল কলেজে শিক্ষকের তীব্র সংকট চলছে। বিশেষ করে জ্যেষ্ঠ শিক্ষকসহ মোট পদের ৪৩ শতাংশই খালি। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এতে শিক্ষার্থীদের শিখন ও প্রশিক্ষণে ঘাটতি থাকছে।
এ বিষয়ে জানতে চাইলে ডা. শিপলু সরকার বলেন, ‘আমার রোগী আমি যেকোনো সময় চেম্বারে দেখব। আমি কী দেখে কী লিখব, সেটা আমার ব্যাপার।’ তিনি গণমাধ্যমকর্মীকে তাঁর চেম্বারে গিয়ে কথা বলতে বলেন।
বক্তারা বলেন, মেডিকেল কলেজ স্থাপনের পর আশপাশের জমির দাম বেড়ে যায়। অনেকে সঞ্চয় ভেঙে জমি কিনেছেন। এখন প্রতি শতক জমির দাম ৮ থেকে ২০ লাখ টাকা। বিদ্যুৎ সঞ্চালন লাইন বসালে এসব জমির ব্যবহার অনুপযোগী হয়ে পড়বে।