মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে এলেন আরও ৪৬ জান্তা সদস্য
গতকাল মঙ্গলবার রাতে মিয়ানমার থেকে পালিয়ে আরও ৪৬ জন জান্তা সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। বর্তমানে ২৬০ জন বাংলাদেশে অবস্থান করছেন। তাঁদের কাছ থেকে অস্ত্র, গোলাবারুদ, হ্যান্ড গ্রেনেড, ম্যাগাজিন জব্দ করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছে বিজিবির জনসংযোগ বিভাগ।