কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
মিয়ানমারে অভ্যন্তরীণ সংঘর্ষে বাংলাদেশে আশ্রয় নেওয়া দেশটির ২৮৮ জন নাগরিককে ফিরিয়ে নেওয়ার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মিয়ানমারের ২৮৮ বিজিপি ও সেনাসদস্যসহ অন্য নাগরিকদের ফিরিয়ে নিতে একটি জাহাজ এসেছে। চিন ডুইন নামের এই জাহাজে মিয়ানমার সরকারের কয়েকজন কর্মকর্তা এসেছেন। এই কর্মকর্তারা বিজিবির নাইক্ষ্যংছড়ি ক্যাম্পে অবস্থানরত মিয়ানমারের নাগরিকদের দ্রুত শনাক্ত করা ও অন্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন।
বাংলাদেশে নিযুক্ত মিয়ানমার দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধির উপস্থিতিতে মিয়ানমার কর্তৃপক্ষের কাছে ২৮৮ ব্যক্তিকে হস্তান্তর করা হবে।
মন্ত্রণালয় জানায়, পুরো প্রক্রিয়াটি আগামীকাল বৃহস্পতিবার অথবা প্রয়োজনে পরদিন শুক্রবারের মধ্যে সম্পন্ন হবে। এরপর জাহাজটি বাংলাদেশ ত্যাগ করবে। এই ২৮৮ ব্যক্তিসহ বাংলাদেশ চলতি বছর এ পর্যন্ত মিয়ানমারের ছয় শতের অধিক বিজিপি ও সামরিক বাহিনীর সদস্যকে মানবিক বিবেচনায় আশ্রয় দিয়েছে। তাঁদের দেশটিতে ফেরার ব্যবস্থা করেছে।
একই জাহাজে বাংলাদেশের ১৭৩ নাগরিক মিয়ানমার থেকে আজ দেশে ফিরেছেন। মিয়ানমার থেকে রওনা হওয়ার আগেই তাঁদের পরিচয় ও নাগরিকত্ব বাংলাদেশ সরকার যাচাই করে। এই ১৭৩ বাংলাদেশির বেশির ভাগ সাগরে ও নাফ নদীতে মাছ ধরার সময় মিয়ানমার সীমান্তরক্ষীদের দ্বারা আটক হন। কেউ কেউ জেলে ছিলেন।
কক্সবাজার সদরের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল জেটিঘাটে উপস্থিত থেকে আগত বাংলাদেশি নাগরিকদের অভ্যর্থনা জানান। এরপর ইমিগ্রেশন ও স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে।
মন্ত্রণালয় জানায়, অন্য আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর ১৭৩ ব্যক্তিকে তাঁদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
মিয়ানমারে অভ্যন্তরীণ সংঘর্ষে বাংলাদেশে আশ্রয় নেওয়া দেশটির ২৮৮ জন নাগরিককে ফিরিয়ে নেওয়ার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মিয়ানমারের ২৮৮ বিজিপি ও সেনাসদস্যসহ অন্য নাগরিকদের ফিরিয়ে নিতে একটি জাহাজ এসেছে। চিন ডুইন নামের এই জাহাজে মিয়ানমার সরকারের কয়েকজন কর্মকর্তা এসেছেন। এই কর্মকর্তারা বিজিবির নাইক্ষ্যংছড়ি ক্যাম্পে অবস্থানরত মিয়ানমারের নাগরিকদের দ্রুত শনাক্ত করা ও অন্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন।
বাংলাদেশে নিযুক্ত মিয়ানমার দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধির উপস্থিতিতে মিয়ানমার কর্তৃপক্ষের কাছে ২৮৮ ব্যক্তিকে হস্তান্তর করা হবে।
মন্ত্রণালয় জানায়, পুরো প্রক্রিয়াটি আগামীকাল বৃহস্পতিবার অথবা প্রয়োজনে পরদিন শুক্রবারের মধ্যে সম্পন্ন হবে। এরপর জাহাজটি বাংলাদেশ ত্যাগ করবে। এই ২৮৮ ব্যক্তিসহ বাংলাদেশ চলতি বছর এ পর্যন্ত মিয়ানমারের ছয় শতের অধিক বিজিপি ও সামরিক বাহিনীর সদস্যকে মানবিক বিবেচনায় আশ্রয় দিয়েছে। তাঁদের দেশটিতে ফেরার ব্যবস্থা করেছে।
একই জাহাজে বাংলাদেশের ১৭৩ নাগরিক মিয়ানমার থেকে আজ দেশে ফিরেছেন। মিয়ানমার থেকে রওনা হওয়ার আগেই তাঁদের পরিচয় ও নাগরিকত্ব বাংলাদেশ সরকার যাচাই করে। এই ১৭৩ বাংলাদেশির বেশির ভাগ সাগরে ও নাফ নদীতে মাছ ধরার সময় মিয়ানমার সীমান্তরক্ষীদের দ্বারা আটক হন। কেউ কেউ জেলে ছিলেন।
কক্সবাজার সদরের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল জেটিঘাটে উপস্থিত থেকে আগত বাংলাদেশি নাগরিকদের অভ্যর্থনা জানান। এরপর ইমিগ্রেশন ও স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে।
মন্ত্রণালয় জানায়, অন্য আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর ১৭৩ ব্যক্তিকে তাঁদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
সব ধরনের ওষুধের মধ্যে দেশে পরিপাকতন্ত্রের জটিলতাবিষয়ক ওষুধ বিক্রিতে রয়েছে তৃতীয় সর্বোচ্চ স্থানে। সরকারি গবেষণায় উঠে এসেছে, এসব ওষুধ বিক্রির অঙ্ক বছরে প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকা। এই পরিসংখ্যান থেকে স্পষ্ট, জনসংখ্যার একটা বিশাল অংশ পরিপাকতন্ত্রের সমস্যায় ভুগছে।
১০ ঘণ্টা আগেবর্তমান অন্তর্বর্তী সরকারের আমলেই পুলিশকে স্বাধীন ও রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার জন্য পদক্ষেপ নিতে প্রস্তাব দিয়েছেন পুলিশ সদস্যরা। এ জন্য তাঁরা দ্রুত স্বাধীন কমিশন গঠনের জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে জোর দাবি জানান। পুলিশ সংস্কার কমিশন ও জাতীয় ঐকমত্য কমিশনে ‘স্বাধীন কমিশন’ গঠনের...
১০ ঘণ্টা আগেতিন সাংবাদিককে চাকরিচ্যুতিতে নিজের সংশ্লিষ্টতা অস্বীকার করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। মঙ্গলবার (২৯ এপ্রিল) নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন।
১০ ঘণ্টা আগেপ্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালা আয়োজন এবং গবেষণার মাধ্যমে শ্রম অধিকার, শ্রম নীতিমালা, শ্রমিক-মালিক সম্পর্ক, শ্রম অসন্তোষ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের...
১২ ঘণ্টা আগে