চোর সন্দেহে যুবককে সারা রাত খুঁটিতে বেঁধে নির্যাতন, ভোরে মৃত্যু
চোর সন্দেহে এক যুবককে ব্যাপক মারপিট করে সারা রাত কাঁচারিঘরের খুঁটিতে বেঁধে রেখেছিলেন গ্রামবাসী। খবর পেয়ে তাঁর স্ত্রী দ্রুত ছুটে যান কাঁচারিবাড়িতে। গিয়ে দেখেন স্বামীকে খুঁটিতে বেঁধে রেখে পাহারা দিচ্ছেন গ্রামবাসী। এ সময় স্বামী বারবার পানি চাচ্ছিলেন। কিন্তু গ্রামবাসী পানিও খেতে দেননি, হাসপাতালে নেননি।