অপরাধের স্বর্গে ভূগোল আর ইতিহাস একাকার
ঢাকা-সিলেট মহাসড়ক ধরে ডেমরা স্টাফ কোয়ার্টার রোড পেরোলেই বাঁ হাতে মাঝারি প্রশস্তের সড়ক নেমে গেছে বালু নদের দিকে। নদীর ওপরে পুরোনো ব্রিজ। ব্রিজ পার হলেই ছোট ছোট ঘরের বিশাল এক জনবসতি। কবীর সুমনের গানের মতো, ‘যদিও বাসার আসল ঠিকানা, দশ ফুট বাই দশ ফুট’। এর নাম চনপাড়া বস্তি।