Ajker Patrika

কিশোরগঞ্জে দুই মাদক কারবারির যাবজ্জীবন কারাদণ্ড

কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জে দুই মাদক কারবারির যাবজ্জীবন কারাদণ্ড

কিশোরগঞ্জে দুই মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালাত। সেই সঙ্গে তাঁদের প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের বিনা শ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বুধবার দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ মো. সায়েদুর রহমান খান আসামি মোখলেছুর রহমানের উপস্থিতিতে এই রায় দেন। দণ্ডিরা হলেন, মৌলভীবাজারের জুড়ি উপজেলার দক্ষিণ জাংগিরাই গ্রামের আব্দুল মালেক ও ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চম্পকনগরের মোখলেছুর রহমান। এদের মধ্যে আবদুল মালেক পলাতক রয়েছেন।

মামলার বিবরণ সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ৩০ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের সদস্যরা ভৈরবের দুর্জয় মোড় এলাকায় একটি প্রাইভেটকার থামিয়ে ৮০০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। সেই সঙ্গে প্রাইভেটকারে থাকা আব্দুল মালেক ও মোখলেছুর রহমানকে আটক করা হয়। পরে এই ঘটনায় র‍্যাবের উপপরিদর্শক (এসআই) সেলিম সরদার বাদী হয়ে ভৈরব থানায় আব্দুল মালেক ও মোখলেছুর রহমানকে আসামি করে একটি মাদক মামলা করেন। পরদিন ১ নভেম্বর আসামি দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ও ভৈরব থানার তৎকালীন এসআই মাজহারুল ইসলাম ২০১৭ সালের ২২ ডিসেম্বর আব্দুল মালেক ও মোখলেছুর রহমানকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেন। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ বুধবার দুপুরে কিশোরগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সায়েদুর রহমান খান এই মামলার রায় ঘোষণা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিখোঁজ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের লাশ মিলল মেঘনায়, শোকাহত আজকের পত্রিকা

‘সামনে চমকপ্রদ বেশ কিছু ঘটনা ঘটবে, অনেক বিষয় আমি জানি’

‘মব’ সৃষ্টি করে ৩ কিশোরকে সেতুর সঙ্গে বেঁধে রাতভর পিটুনি, নিহত ১

সনদ জালিয়াতি: ব্যাংকের চাকরি যাওয়া জাহাঙ্গীরের স্কুল সভাপতির পদও গেল

এনসিটিবি: পাঠ্যবইয়ে আবার পরিবর্তন আসছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত