মশায় অতিষ্ঠ মাগুরাবাসী
একদিকে শীতের প্রকোপ অন্যদিকে মশার কামড়ে অতিষ্ঠ হয়ে উঠেছে মাগুরাবাসীর জীবন। বর্ষায় যেমন মশার যন্ত্রণায় নাভিশ্বাস ছিল ঠিক নভেম্বরেও জেলায় শীত বাড়ার সঙ্গে সঙ্গে এর উৎপাত বেড়েছে। জেলাবাসী মশার হাত থেকে রক্ষা পেতে নানা রকম ব্যবস্থা নিলেও তা ঠেকাতে পারছে না। এমনকি দিনের বেলাতেও দোকান, মার্কেট, অফিস, খেলার