মহিষ চুরির মামলায় ৫৮ বছর পর ভিনরাজ্য থেকে বৃদ্ধ গ্রেপ্তার
ভারতের দক্ষিণাঞ্চলের কর্ণাটক রাজ্যে ১৯৬৫ সালে দুটি মহিষ ও একটি বাছুর চুরির অভিযোগে ৭৮ বছর বয়সী এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিবিসির প্রতিবেদন অনুসারে, মহিষ চুরিতে অভিযুক্ত গণপতি ভিত্তাল ওয়াগোরকে ৫৮ বছর আগে সহযোগী কৃষ্ণ চন্দরসহ প্রথম গ্রেপ্তার করা হয়েছিল। তখন তাঁর বয়স ছিল ২০ বছর।