ভারতের মহারাষ্ট্রের একটি সরকারি হাসপাতালে ৭২ ঘণ্টায় ৩১ রোগীর মৃত্যুর ঘটনায় হাসপাতালের ডিনের বিরুদ্ধে ‘অনিচ্ছাকৃত হত্যাকাণ্ডের’ মামলা করা হয়েছে। অভিযুক্তের তালিকায় ডিন ছাড়াও হাসপাতালের এক চিকিৎসকের নাম উল্লেখ করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ওই হাসপাতালে মারা যাওয়া এক নবজাতকের আত্মীয়ের অভিযোগের ভিত্তিতে নান্দেদের গ্রামপুলিশ ভারপ্রাপ্ত ডিন ড. শ্যামরাও ওয়াকোড়ে এবং এক চিকিৎসকের বিরুদ্ধে মামলা করেছে।
অভিযোগকারী বলেন, ডিন এবং ওই শিশু বিশেষজ্ঞের অবহেলার কারণেই নবজাতকটির মৃত্যু হয়েছে। পরিবার বাইরে থেকে ওষুধপত্র এনে অপেক্ষা করলেও কোনো চিকিৎসক নবজাতকটিকে দেখতে আসেননি। ডিন কার্যালয়ে অভিযোগ দিতে গেলে তাঁদের তাড়িয়ে দেওয়া হয়।
এর আগের দিন ওই ডিনকে দিয়ে টয়লেট পরিষ্কার করার স্থানীয় সংসদ সদস্য হেমন্ত পাতিল। সেটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এরপর এমপির বিরুদ্ধে পুলিশে অভিযোগ দিয়েছেন হাসপাতালের ডিন।
গত মঙ্গলবার ক্ষমতাসীন শিব সেনার এমপি হেমন্ত পাতিল রাজ্যের শঙ্করাও চৌহান সরকারি হাসপাতাল পরিদর্শনে যান। সেখানে নোংরা টয়লেটটি তাঁর চোখে পড়ে। এতে ক্ষিপ্ত হয়ে হাসপাতালটির প্রধান (ডিন) শ্যামরাও ওয়াকোড়েকে ধরেন এবং তাঁকেই এটি পরিষ্কার করতে বলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, হাসপাতালের ডিন শ্যামরাও ঝাড়ু দিয়ে টয়লেট পরিষ্কার করছেন। আর এমপি পাইপ দিয়ে পানি ছিটাচ্ছেন।
হাসপাতাল পরিদর্শনের সময় এমপি গণমাধ্যমকে বলেন, ‘হাসপাতালের টয়লেটের অবস্থা দেখে তাঁর অনুশোচনা হচ্ছিল। সরকার কোটি কোটি রুপি ব্যয় করছে তারপরও হাসপাতালের এ অবস্থা দেখে আমার অত্যন্ত দুঃখ হচ্ছে। এ টয়লেটগুলো কয়েক মাস ধরে পরিষ্কার করা হয়নি। হাসপাতালের ওয়ার্ডের ভেতর টয়লেটগুলো তালা দেওয়া টয়লেটের ভেতরে কোনো পানি নেই।’
ওয়াকোড়ের মামলার এজাহার অনুসারে, পাতিলের বিরুদ্ধে আইপিসির বিভিন্ন ধারায় সরকারি কর্মচারীকে দায়িত্ব পালনে বাধা দেওয়ার জন্য অপরাধমূলক শক্তি প্রয়োগ, মানহানিকর এবং অপরাধমূলক ভীতিপ্রদর্শনের অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া সংসদ সদস্যের বিরুদ্ধে তফসিলি জাতি ও তফসিলি উপজাতি (নিপীড়ন প্রতিরোধ) আইনের প্রাসঙ্গিক ধারায়ও অভিযোগ আনা হয়েছে।
হাসপাতালের ডিন তাঁর অভিযোগে বলেন, এমপির ব্যবহারে তাঁর রক্তচাপ বেড়ে গিয়েছিল।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একাধিক ভিডিওতে হাসপাতালের প্রাঙ্গণে শূকর চরতে দেখে স্বাস্থ্যকেন্দ্রটির পরিচ্ছন্নতা নিয়ে প্রশ্ন উঠছে।
এত কম সময়ের মধ্যে এতগুলো রোগীর মৃত্যুর ঘটনায় হাসপাতালটির ডিন অভিযোগ করেছেন, হাসপাতালে ওষুধ ও চিকিৎসকের সংকট রয়েছে। সরকার বহু কর্মীকে সম্প্রতি বদলি করেছে।
তবে শিব সেনার একনাথ শিন্দের সরকার অপর্যাপ্ত ওষুধ ও চিকিৎসক সংকটের অভিযোগ অস্বীকার করেছেন। যদিও রোগীর আত্মীয়দের অভিযোগ, জ্যেষ্ঠ চিকিৎসকেরা উপস্থিত ছিলেন না এবং জুনিয়র চিকিৎসকেরা রোগী দেখছিলেন। এমনকি হাসপাতালে ওষুধ না থাকায় রোগীর স্বজনদের বাইরে থেকে ওষুধ নিয়ে আসতে বলা হয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হচ্ছে, ৭২ ঘণ্টায় ৩১ রোগীর মৃত্যুর দায় সরকার এখন বেসরকারি হাসপাতালগুলোর ওপর চাপাচ্ছে। বলা হচ্ছে, বেসরকারি হাসপাতালগুলোর কর্মীরা দীর্ঘ ছুটিতে থাকার কারণে সরকারি হাসপাতালে সক্ষমতার বেশি রোগীর ঢল নেমেছে।
ভারতের মহারাষ্ট্রের একটি সরকারি হাসপাতালে ৭২ ঘণ্টায় ৩১ রোগীর মৃত্যুর ঘটনায় হাসপাতালের ডিনের বিরুদ্ধে ‘অনিচ্ছাকৃত হত্যাকাণ্ডের’ মামলা করা হয়েছে। অভিযুক্তের তালিকায় ডিন ছাড়াও হাসপাতালের এক চিকিৎসকের নাম উল্লেখ করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ওই হাসপাতালে মারা যাওয়া এক নবজাতকের আত্মীয়ের অভিযোগের ভিত্তিতে নান্দেদের গ্রামপুলিশ ভারপ্রাপ্ত ডিন ড. শ্যামরাও ওয়াকোড়ে এবং এক চিকিৎসকের বিরুদ্ধে মামলা করেছে।
অভিযোগকারী বলেন, ডিন এবং ওই শিশু বিশেষজ্ঞের অবহেলার কারণেই নবজাতকটির মৃত্যু হয়েছে। পরিবার বাইরে থেকে ওষুধপত্র এনে অপেক্ষা করলেও কোনো চিকিৎসক নবজাতকটিকে দেখতে আসেননি। ডিন কার্যালয়ে অভিযোগ দিতে গেলে তাঁদের তাড়িয়ে দেওয়া হয়।
এর আগের দিন ওই ডিনকে দিয়ে টয়লেট পরিষ্কার করার স্থানীয় সংসদ সদস্য হেমন্ত পাতিল। সেটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এরপর এমপির বিরুদ্ধে পুলিশে অভিযোগ দিয়েছেন হাসপাতালের ডিন।
গত মঙ্গলবার ক্ষমতাসীন শিব সেনার এমপি হেমন্ত পাতিল রাজ্যের শঙ্করাও চৌহান সরকারি হাসপাতাল পরিদর্শনে যান। সেখানে নোংরা টয়লেটটি তাঁর চোখে পড়ে। এতে ক্ষিপ্ত হয়ে হাসপাতালটির প্রধান (ডিন) শ্যামরাও ওয়াকোড়েকে ধরেন এবং তাঁকেই এটি পরিষ্কার করতে বলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, হাসপাতালের ডিন শ্যামরাও ঝাড়ু দিয়ে টয়লেট পরিষ্কার করছেন। আর এমপি পাইপ দিয়ে পানি ছিটাচ্ছেন।
হাসপাতাল পরিদর্শনের সময় এমপি গণমাধ্যমকে বলেন, ‘হাসপাতালের টয়লেটের অবস্থা দেখে তাঁর অনুশোচনা হচ্ছিল। সরকার কোটি কোটি রুপি ব্যয় করছে তারপরও হাসপাতালের এ অবস্থা দেখে আমার অত্যন্ত দুঃখ হচ্ছে। এ টয়লেটগুলো কয়েক মাস ধরে পরিষ্কার করা হয়নি। হাসপাতালের ওয়ার্ডের ভেতর টয়লেটগুলো তালা দেওয়া টয়লেটের ভেতরে কোনো পানি নেই।’
ওয়াকোড়ের মামলার এজাহার অনুসারে, পাতিলের বিরুদ্ধে আইপিসির বিভিন্ন ধারায় সরকারি কর্মচারীকে দায়িত্ব পালনে বাধা দেওয়ার জন্য অপরাধমূলক শক্তি প্রয়োগ, মানহানিকর এবং অপরাধমূলক ভীতিপ্রদর্শনের অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া সংসদ সদস্যের বিরুদ্ধে তফসিলি জাতি ও তফসিলি উপজাতি (নিপীড়ন প্রতিরোধ) আইনের প্রাসঙ্গিক ধারায়ও অভিযোগ আনা হয়েছে।
হাসপাতালের ডিন তাঁর অভিযোগে বলেন, এমপির ব্যবহারে তাঁর রক্তচাপ বেড়ে গিয়েছিল।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একাধিক ভিডিওতে হাসপাতালের প্রাঙ্গণে শূকর চরতে দেখে স্বাস্থ্যকেন্দ্রটির পরিচ্ছন্নতা নিয়ে প্রশ্ন উঠছে।
এত কম সময়ের মধ্যে এতগুলো রোগীর মৃত্যুর ঘটনায় হাসপাতালটির ডিন অভিযোগ করেছেন, হাসপাতালে ওষুধ ও চিকিৎসকের সংকট রয়েছে। সরকার বহু কর্মীকে সম্প্রতি বদলি করেছে।
তবে শিব সেনার একনাথ শিন্দের সরকার অপর্যাপ্ত ওষুধ ও চিকিৎসক সংকটের অভিযোগ অস্বীকার করেছেন। যদিও রোগীর আত্মীয়দের অভিযোগ, জ্যেষ্ঠ চিকিৎসকেরা উপস্থিত ছিলেন না এবং জুনিয়র চিকিৎসকেরা রোগী দেখছিলেন। এমনকি হাসপাতালে ওষুধ না থাকায় রোগীর স্বজনদের বাইরে থেকে ওষুধ নিয়ে আসতে বলা হয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হচ্ছে, ৭২ ঘণ্টায় ৩১ রোগীর মৃত্যুর দায় সরকার এখন বেসরকারি হাসপাতালগুলোর ওপর চাপাচ্ছে। বলা হচ্ছে, বেসরকারি হাসপাতালগুলোর কর্মীরা দীর্ঘ ছুটিতে থাকার কারণে সরকারি হাসপাতালে সক্ষমতার বেশি রোগীর ঢল নেমেছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম তিন মাসে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমেছে। এ সময় প্রেসিডেন্ট ট্রাম্প নতুন এক বাণিজ্য কৌশল বাস্তবায়ন করার চেষ্টা করেছেন। তাঁর দাবি, বিশ্বজুড়ে শুল্ক আরোপ করলে যুক্তরাষ্ট্রের অর্থনীতি শক্তিশালী হবে। কিন্তু বিশ্লেষকেরা বলছেন, ট্রাম্পের এমন
১ ঘণ্টা আগেফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর বিশ্বের বিভিন্ন দেশে, বিশেষ করে মুসলিম দেশগুলোতে কোকা-কোলা বর্জনের ঢেউ উঠেছিল। সেই ঢেউয়ের ধাক্কা লেগেছে এবার ইউরোপের দেশ ডেনমার্কেও। দেশটিতে কোকা-কোলা বাজারজাতকারী কোম্পানি কার্লসবার্গ জানিয়েছে, ডেনিশ ভোক্তারা কোকা-কোলা বর্জন করছেন।
৫ ঘণ্টা আগেগাজা যুদ্ধকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে কয়েকগুণ বেড়েছে ইহুদি ও ইসলামবিদ্বেষ। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গঠিত দুটি টাস্কফোর্সের অনুসন্ধানে উঠে এসেছে এ তথ্য।
৬ ঘণ্টা আগেপ্রেমিকের ফোনে অন্য নারীর বার্তা দেখার পর তাঁকে গুলি করে হত্যা করেছেন এক মার্কিন তরুণী। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে। ম্যাডিসন রুকার্ট নামে ২৩ বছরের ওই তরুণী ঘুমের মধ্যেই তাঁর প্রেমিক জোনাথন মিলারকে গুলি করে হত্যা করেন। এই ঘটনায় ম্যাডিসনের ৩৫ বছরের সাজা হয়েছে।
৬ ঘণ্টা আগে