প্রাচীন ঐতিহ্য ও পুরাকীর্তির নিদর্শন জয়পুরহাটের বারো শিবালয় মন্দির
শিবমন্দিরটি প্রাচীন স্থাপত্য শিল্পের সাক্ষ্য বহন করে আজো দাঁড়িয়ে আছে। এর সঠিক ইতিহাস লিপিবদ্ধ অবস্থায় পাওয়া যায়নি। এ মন্দিরে প্রতিবছর ফাল্গুন মাসের অমাবস্যায় শিব চতুর্দশীর শিবরাত্রি উপলক্ষে এ বারো শিবালয়কে ঘিরে পূজা অর্চনা আয়োজন করা হয়। আর এ লক্ষ্যে এখানে বিশাল মেলা বসে। মেলায় মানত, শিবদর্শন,