Ajker Patrika

মহালয়ায় ঢাকেশ্বরী মন্দিরে ভারতীয় হাইকমিশনার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মহালয়ায় ঢাকেশ্বরী মন্দিরে ভারতীয় হাইকমিশনার

বছর ঘুরে আবার আসছে বাঙালি সনাতন সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। আজ বুধবার ভোর থেকে পুণ্যলগ্ন শুভ মহালয়ার মধ্য দিয়ে শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। এদিন ভোরে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে মহালয়ার অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। এ সময় হাইকমিশনার সবাইকে মহালয়ার শুভেচ্ছা জানান।

বুধবার মহালয়ার শুরুতে হিন্দু ধর্মাবলম্বীরা শ্রী শ্রী চণ্ডীপাঠের মধ্য দিয়ে দেবী দুর্গাকে মর্ত্যলোকে আগমনের আমন্ত্রণ জানান।

দেবী দুর্গা যে আসবেন—তা জানান দেয় মহালয়া। তাই ভোরে দেবীর আবাহনেই শুরু দুর্গাপূজার ক্ষণগণনা। পঞ্জিকা অনুযায়ী, দেবী এবার আসবেন ঘোড়ায় চড়ে, বিদায় নেবেন দোলায় চড়ে। মহালয়ার পাঁচ দিন পর আগামী ১১ অক্টোবর বোধনের মধ্য দিয়ে ষষ্ঠী পালিত হবে। আর ১৫ অক্টোবর হবে দেবী বিসর্জন।

রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে মহালয়ার অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীবাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ জানায়, আগামী ১১ অক্টোবর সোমবার বোধনের মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। ১১ অক্টোবর ষষ্ঠী, ১২ অক্টোবর সপ্তমী, ১৩ অক্টোবর অষ্টমী, ১৪ অক্টোবর নবমী ও ১৫ অক্টোবর দশমীর দিন দেবী বিদায় নেবেন।

মহালয়ার অনুষ্ঠানে সস্ত্রীক অংশ নিয়ে মোমবাতি প্রজ্বালন করেন ভারতীয় হাইকমিশনার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত