অবশেষে ‘সুন্দর’-এর কাছে
ঝক্কিটা এল সাতরাস্তার মোড়ে আসার পর। হাতিরঝিল থেকে বেরিয়ে সাতরাস্তার মোড় দিয়ে ঘুরে ওভারপাসে উঠব, কিন্তু সেখানে স্থবির হয়ে গেছে যানবাহন। সেই যে এক একটা গাড়ি এসে দাঁড়াচ্ছে, আর নড়ছে না। মনে পড়ে গেল ছেলেবেলার একটি খেলার কথা, ‘নড়ে না, চড়ে না, কলাপাতার ঝুপ, ওরে সালেকা মালেকা সালামালাইকুম।’