সিলগালা গুদাম থেকে চাল উধাওয়ের গুঞ্জন
বগুড়ার সারিয়াকান্দিতে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ১ হাজার ১৩০ বস্তা চালসহ সিলগালা করা হয় একটি গুদাম। এলাকায় গুঞ্জন উঠেছে, গত ৩০ নভেম্বর গুদামটি সিলগালা করার পরদিন টিনের বেড়া সরিয়ে চালগুলো ট্রাকে বের করা হয়েছে। তবে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বলছেন, গুদামটি এখনো সিলগালা করা আছে।