নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মালিবাগ রেলগেট এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে পরিচালিত হলি মাইন্ড মাদকাসক্তি ও মানসিক রোগ নিরাময় কেন্দ্রে অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) একটি ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রতিষ্ঠানটির মালিক আব্দুল আজিজসহ কর্মকর্তারা পালিয়ে যান। পরে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেন অভিযানের নেতৃত্বে থাকা ডিএনসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবা হক।
আজ মঙ্গলবার বিকেলে হলি মাইন্ড মাদক নিরাময়টি বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএনসির ঢাকা মেট্রো দক্ষিণের সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ। গতকাল সোমবার এ অভিযান পরিচালিত হয়।
সুব্রত সরকার শুভ জানান, রাজধানীর মালিবাগ রেলগেট এলাকায় অনুমোদনহীন একটি মাদক নিরাময়কেন্দ্র পরিচালিত হয়ে আসছিল। তাদের বারবার এটির কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হলেও তারা বন্ধ করেনি। পরে গতকাল সোমবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক ও মতিঝিল সার্কেলের পরিদর্শকের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানের বিষয়টি টের পেয়ে প্রতিষ্ঠানের মালিক আব্দুল আজিজ ও অন্য কর্মকর্তারা পলিয়ে যান। পরে প্রতিষ্ঠানটির নথিপত্র ও মালামাল জব্দ করে সিলগালা করা হয়।
সুব্রত সরকার আরও জানান, প্রতিষ্ঠানটি ২০২১ সাল থেকে অবৈধভাবে পরিচালিত হয়ে আসছিল। গত বছর তারা অনুমোদনের জন্য আবেদন করেছিল। তবে মাদক নিরাময় কেন্দ্র পরিচালনার জন্য যে ধরনের সুযোগ-সুবিধা থাকা ও শর্ত মানার কথা তার কোনোটিই তারা পূরণ করতে পারেনি। ফলে হলি মাইন্ডের সকল কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়। একাধিকবার নোটিশ দেওয়ার পরেও তারা নির্দেশ মানেনি। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটিতে অবৈধভাবে ১১ জন রোগী ছিল। তবে অভিযানে সময় কোনো রোগীকে পাওয়া যায়নি।
মালিবাগ রেলগেট এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে পরিচালিত হলি মাইন্ড মাদকাসক্তি ও মানসিক রোগ নিরাময় কেন্দ্রে অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) একটি ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রতিষ্ঠানটির মালিক আব্দুল আজিজসহ কর্মকর্তারা পালিয়ে যান। পরে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেন অভিযানের নেতৃত্বে থাকা ডিএনসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবা হক।
আজ মঙ্গলবার বিকেলে হলি মাইন্ড মাদক নিরাময়টি বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএনসির ঢাকা মেট্রো দক্ষিণের সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ। গতকাল সোমবার এ অভিযান পরিচালিত হয়।
সুব্রত সরকার শুভ জানান, রাজধানীর মালিবাগ রেলগেট এলাকায় অনুমোদনহীন একটি মাদক নিরাময়কেন্দ্র পরিচালিত হয়ে আসছিল। তাদের বারবার এটির কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হলেও তারা বন্ধ করেনি। পরে গতকাল সোমবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক ও মতিঝিল সার্কেলের পরিদর্শকের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানের বিষয়টি টের পেয়ে প্রতিষ্ঠানের মালিক আব্দুল আজিজ ও অন্য কর্মকর্তারা পলিয়ে যান। পরে প্রতিষ্ঠানটির নথিপত্র ও মালামাল জব্দ করে সিলগালা করা হয়।
সুব্রত সরকার আরও জানান, প্রতিষ্ঠানটি ২০২১ সাল থেকে অবৈধভাবে পরিচালিত হয়ে আসছিল। গত বছর তারা অনুমোদনের জন্য আবেদন করেছিল। তবে মাদক নিরাময় কেন্দ্র পরিচালনার জন্য যে ধরনের সুযোগ-সুবিধা থাকা ও শর্ত মানার কথা তার কোনোটিই তারা পূরণ করতে পারেনি। ফলে হলি মাইন্ডের সকল কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়। একাধিকবার নোটিশ দেওয়ার পরেও তারা নির্দেশ মানেনি। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটিতে অবৈধভাবে ১১ জন রোগী ছিল। তবে অভিযানে সময় কোনো রোগীকে পাওয়া যায়নি।
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন এলাকায় দিন-রাত চলছে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে পাথর ও বালু তোলার কাজ। বিশেষ করে উপজেলার সাঁও, চাওয়াই ও করতোয়া নদীতে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু তোলা হচ্ছে নির্বিচারে। এতে নদীর স্বাভাবিক প্রবাহ নষ্ট হচ্ছে এবং আশঙ্কা দেখা দিয়েছে ভয়াবহ ভাঙনের। নদীর দুই তীর, ফসলি জম
৩ ঘণ্টা আগেচলমান সংস্কারের আওতায় অঙ্গীভূত আনসারদের সুনির্দিষ্টকরনের মাধ্যমে উপজেলা আনসার কোম্পানির প্রশিক্ষণ ধারণাকে ঢেলে সাজিয়ে একটি জাতীয় নিরাপত্তা প্লাটফর্মে আনা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
৪ ঘণ্টা আগেজনবলসহ বিভিন্ন সংকটে ভুগছে ২৫০ শয্যাবিশিষ্ট কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল। জেলার ২০ লক্ষাধিক মানুষের স্বাস্থ্যসেবার এই কেন্দ্রটিতে প্রয়োজনের চেয়ে কয়েক গুণ কম চিকিৎসক, কর্মচারী আছেন। ফলে বিঘ্নিত হচ্ছে হাসপাতালের চিকিৎসাসেবা।
৫ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বরপা মীরাবাড়ির বাসিন্দা আসাদ ভূঁইয়া (৪৫)। কাজ করতেন স্থানীয় এক ওয়ার্কশপে। স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে সংসার চালিয়ে যাচ্ছিলেন কোনোরকমে। গত বছরের ২৫ আগস্ট রূপসী মোড়ে গাজী টায়ার্স কারখানায় লুটপাট ও মারামারি শুরু হলে হাজারো
৫ ঘণ্টা আগে