Ajker Patrika

অবৈধ মাদক নিরাময় কেন্দ্র বন্ধ করল ডিএনসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অবৈধ মাদক নিরাময় কেন্দ্র বন্ধ করল ডিএনসি

মালিবাগ রেলগেট এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে পরিচালিত হলি মাইন্ড মাদকাসক্তি ও মানসিক রোগ নিরাময় কেন্দ্রে অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) একটি ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রতিষ্ঠানটির মালিক আব্দুল আজিজসহ কর্মকর্তারা পালিয়ে যান। পরে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেন অভিযানের নেতৃত্বে থাকা ডিএনসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবা হক। 

আজ মঙ্গলবার বিকেলে হলি মাইন্ড মাদক নিরাময়টি বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএনসির ঢাকা মেট্রো দক্ষিণের সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ। গতকাল সোমবার এ অভিযান পরিচালিত হয়। 

সুব্রত সরকার শুভ জানান, রাজধানীর মালিবাগ রেলগেট এলাকায় অনুমোদনহীন একটি মাদক নিরাময়কেন্দ্র পরিচালিত হয়ে আসছিল। তাদের বারবার এটির কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হলেও তারা বন্ধ করেনি। পরে গতকাল সোমবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক ও মতিঝিল সার্কেলের পরিদর্শকের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানের বিষয়টি টের পেয়ে প্রতিষ্ঠানের মালিক আব্দুল আজিজ ও অন্য কর্মকর্তারা পলিয়ে যান। পরে প্রতিষ্ঠানটির নথিপত্র ও মালামাল জব্দ করে সিলগালা করা হয়। 

সুব্রত সরকার আরও জানান, প্রতিষ্ঠানটি ২০২১ সাল থেকে অবৈধভাবে পরিচালিত হয়ে আসছিল। গত বছর তারা অনুমোদনের জন্য আবেদন করেছিল। তবে মাদক নিরাময় কেন্দ্র পরিচালনার জন্য যে ধরনের সুযোগ-সুবিধা থাকা ও শর্ত মানার কথা তার কোনোটিই তারা পূরণ করতে পারেনি। ফলে হলি মাইন্ডের সকল কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়। একাধিকবার নোটিশ দেওয়ার পরেও তারা নির্দেশ মানেনি। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটিতে অবৈধভাবে ১১ জন রোগী ছিল। তবে অভিযানে সময় কোনো রোগীকে পাওয়া যায়নি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাইপলাইনে জ্বালানি পরিবহন: ৩৪ হাজার লিটার ঘাটতি যমুনার প্রথম পার্সেলে

১টা বাজলেই আর স্কুলে থাকে না শিক্ষার্থীরা, ফটকে তালা দিয়েও ঠেকানো গেল না

চিকিৎসক হওয়ার আগেই শীর্ষ সবার শীর্ষে

আসামে ‘দেখামাত্র গুলির নির্দেশ’ বহাল থাকবে দুর্গাপূজা পর্যন্ত

ভিকারুননিসায় হিজাব বিতর্ক: বরখাস্ত শিক্ষককে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত