বেতাগীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ জনকে কারাদণ্ড
বরগুনার বেতাগীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই ড্রেজার শ্রমিককে ছয় মাস করে কারাদণ্ড এবং ড্রেজার মালিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার বেতাগী উপজেলার বুড়ামজুমদার ইউনিয়নের বিষখালী নদীর বদনিখালী চরে দিনব্যাপী অভিযান পরিচালনা করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. ফারুক আহমেদ।