প্রতিপক্ষ নয়, অংশীদার হবে চীন-যুক্তরাষ্ট্র: লি-জেনেট বৈঠকে আশাবাদ
যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী জেনেট ইয়েলেন এবং চীনা প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের মধ্যকার বৈঠকে শোনা গিয়েছে আশাবাদের সুর। স্থানীয় সময় রোববার চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত এই বৈঠকে স্বাগত বক্তব্যে লি কিয়াং বলেন, ‘চীন আন্তরিকভাবে আশা করে যে, দুই দেশ প্রতিপক্ষ নয়, অংশীদার হবে।’