ডুবন্ত শহরে পুরোনো জাহাজ
সমুদ্রের নিচে হারিয়ে যাওয়ার আগে হেরাক্লিয়ন ছিল মিসরের অন্যতম বৃহত্তম বন্দর নগরী। ভূমধ্যসাগরের তীরে অবস্থিত এ নগরী আনুমানিক এক হাজার বছর আগে ভূমিকম্প আর জলোচ্ছ্বাসে বিলীন হয়ে যায়। দুই দশক আগে প্রত্নতাত্ত্বিকেরা মিসরের দ্বিতীয় বৃহত্তম শহর আলেকজান্দ্রিয়ার কাছে আবু কির উপকূলীয় অঞ্চলে এর উপস্থিতি পান। এব